হেদায়েতের সূর্যোদয়(হিজরতের পূর্বকালে)

লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ১০ সেপ্টেম্বর, ২০১৯, ০৭:২১:০৪ সন্ধ্যা

হেদায়েতের সূর্যোদয়(হিজরতের পূর্বকালে)

রাসূল (সা)-এর মক্কী জীবনে ইসলাম প্রচারের ইতিহাস ১৩ বৎসরের সুদীর্ঘ সময়ে বিরামহীন অব্যাহতি ধারায় ইসলামের তাবলীগ ও সত্যের ডাকের যে প্রয়াস প্রচেষ্টা হযরত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চালিয়েছেন, উহাতে হিজরত পূর্ব আরবের কোন্ কোন্ কবীলা প্রভাবান্বিত হয়েছে এবং ঐ সমস্ত কবীলার মধ্য হতে কোন কোন আসহাবের প্রতিমা পূজা পরিত্যাগ করে সত্যকে গ্রহণ ও রাসূল (সা)-এর রিসালাতকে গ্রহণ করবার তওফীক হয়েছিল? যাদের মধ্যে এই ১৩ বৎসর ইসলামের প্রচার হয়েছে এবং ঐ সমস্ত কবীলার মধ্য হতে যে সমস্ত দূরদৃষ্টি সম্পন্ন ও সু-প্রকৃতির লোক ইসলাম গ্রহণ করেছেন। এরাই ছিলেন ঐ সমস্ত ঈমানে সাদিক ও ইয়াকীনে কামিল মহোদয়গণ যারা সত্য ও সততাকে স্বীকার করতে ও পূত পবিত্র নবী (সা)-এর আওয়াজে লাব্বাইক (হাজিরা দেওয়া) বলবার দরুন মক্কার কাফির ও কোরাইশের সর্দারদের হস্তে কঠিন হতে কঠিনতরভাবে নিগৃহিত ও নিপীড়িত হয়েছেন। কয়েদ-বন্দী এবং ক্ষুধা তৃষ্ণার কষ্ট সহ্য করেছেন। সম্পদ, আসবাবপত্র, নগদ ও দ্রব্য, গৃহ ও সম্পত্তি ইত্যাদি হতে বঞ্চিত হয়েছেন। স্ত্রী ও সন্তান, পরিবার ও পরিজন এবং আত্মীয় ও স্বজন হতে পৃথক হয়েছেন। অবশেষে অসহায়, অক্ষম, অসমর্থ ও অপারগ অবস্থায় দেশ ত্যাগ করে কখনও ইথুপিয়ার ন্যায় সুদীর্ঘ পথের সফর গ্রহণ করেছেন। আবার কখনও ইয়াসরাবের ন্যায় পাথুরে পথ অতিক্রম করেছেন এবং হাজার হাজার আপদ বিপদ সহ্য করে নিজেদের ঈমান, নিজেদের সত্যপ্রিয়তা ও নিজেদের হৃদ্যতার পরিচয় পেশ করেছেন এবং আল্লাহ্ তা'আলার দরবার হতে রাযিয়াল্লাহু আনহু” উপাধিতে ভূষিত হয়েছেন।

কবীলাসমূহ ও তন্মধ্যকার ইসলাম গ্রহণকারী মহোদয়গণের নামের তালিকাঃ

১. বনূ হাশিম হতেঃ হযরত আলী বিন আবী তালিব, হযরত জাফর বিন আবী তালিব, হযরত হাম বিন আবদিল মুত্তালিব (রা)।

২. বনু হাশিমের মাওয়ালী (দাস দাসী) হতেঃ হযরত আনিসা- রাসূল (সা)-এর দাসী, হযরত আবু কাবশা, হযরত যায়িদ বিন হারিসা (রা)।

৩. বনু আবদিল মুত্তালিব হতেঃ হযরত উবায়দ বিন হারিস, হযরত তোফাইল বিন হারিস (রা)।

৪. বনু আবদিল মুত্তালিবের মিত্র গোত্র হতেঃ হযরত আবু মুরসিদ গানভী, হযরত মুরসিদ বিন আবী মুরসিদ (রা)।

৫. বনূ আবদি শামস হতেঃহযরত উসমান বিন আফফান, হযরত খালিদ বিন সায়ীদ (রা)।

৬, বনু আবদি শামসের মিত্র গোত্র হতেঃ হযরত আবদুল্লাহ বিন জাহশ, হযরত আবু আহমাদ বিন জাহশ, হযরত উক্কাশা বিন মহসিন, হযরত সুজা বিন ওবিব, হযরত আক্কাস বিন ওবিব (রা)।

৭. বনু নওফিলের মিত্র গোত্র হতেঃ হযরত উবা বিন গাযওয়ান (রা)

৮. বন্ আসাদ বিন আবদিল উয্যা হতেঃ হযরত যুবাইর বিন আওয়াম, হযরত সায়ীদ বিন আবদি কীস, হযরত খালিদ বিন হাযাম, হযরত আসওয়াদ বিন নওফেল, হযরত আমর বিন উমাইয়া (রা), হযরত ইয়াযীদ বিন জাময়া (রা)।

৯. বনূ আসাদের মিত্র গোত্র হতেঃ হযরত হাতিব বিন আবী বালতায়া (রা)।

১০. বনু আবদিদ দার হতেঃ হযরত তোলাইব বিন উমাইর, হযরত আবুর রউম বিন উমাইর, হযরত ফারাস বিন নযর, হযরত মাসয়াব বিন উমাইর, হযরত জাহম বিন কীস (রা)।

১১, বনূ আবদিদ দারের মিত্র গোত্র হতেঃ হযরত আবু ফুকাইহা (রা)।

১২. বনূ যোহরা বিন কিলাব হতেঃ হযরত আবদুর রহমান বিন আউফ, হযরত সায়াদ বিন আবী ওয়াক্কাস, হযরত তোলাইব বিন আযহার, হযরত আবদুল্লাহ বিন আল আসফার, হযরত আবদুল্লাহ বিন শিহাব, হযরত আমের বিন আবী ওয়াককাস, হযরত মুত্তালিব বিন আযহার (রা)। |

১৩. বনূ যােহরার মিত্র গোত্র হতেঃ হযরত আবদুল্লাহ বিন মাসউদ, হযরত মিকদাদ বিন আমর, হযরত উতবা বিন মাসউদ, হযরত শরজীল বিন হাসানা (রা)।

১৪. বনু তাইম বিন মাররাহ হতেঃ হযরত আবু বকর সিদ্দীক, হযরত তালহা বিন উবায়দুল্লাহ, হযরত আমের বিন ফোহাইরা (হযরত আবু বকর সিদ্দীকের খাদিম), হযরত হারিস বিন খালিদ, হযরত আমর বিন উসমান (রা)।

১৫. বনু মখযুম বিন ইয়াক হতেঃ হযরত আবু সালমা বিন আবদিল আসাদ, হযরত আরকাম বিন আবী আরকাম, হযরত শাম্মাস বিন উসমান, হযরত সালমা বিন হিশাম, হযরত হাশিম বিন আবী হোযাইকা, হযরত হুব্বার বিন সুফিয়ান, হযরত আবদুল্লাহ বিন সুফিয়ান (রা)।

১৬. বনু মখযুমের মিত্র গোত্র হতেঃ হযরত আম্মার বিন ইয়াসির, হযরত মাতাব বিন আউফ (রা)।

১৭. বনু আদী হতেঃ হযরত উমর ফারূক বিন খাত্তাব, হযরত যায়িদ বিন খাত্তাব, হযরত সায়ীদ বিন যায়িদ, হযরত আবদুল্লাহ বিন উমর ফারূক, হযরত আমর বিন সুরাকা, হযরত নি’মান্ নুজাম বিন আবদিল্লাহ, হযরত মুয়াম্মার বিন আবদিল্লাহ্, হযরত আদী বিন নায়লা, হযরত উরওয়া বিন আবী আসাসা, হযরত মসউদ বিন সুয়াইদ, হযরত আবদুল্লাহ্ বিন সুরাকা (রা)।

১৮. বনূ আদীর মিত্র গোত্র হতেঃ হযরত আমের বিন রবীয়া, হযরত আকিল বিন রবীয়া, হযরত আইয়াস বিন রবীয়া, হযরত খালিদ বিন রবীয়া, হযরত খাওলা বিন আবী খাওলা, হযরত মাহাজ বিন সালেহ (হযরত উমর ফারুকের দাস) (রা)।

১৯, বনু সাহম হতেঃ হযরত খোনাইস বিন হােযাফা, হযরত আবদুল্লাহ বিন হোযাফা, হযরত হিশাম বিন আস, হযরত আবু কীস বিন হারিস, হযরত আবদুল্লাহ বিন হারিস, হযরত সায়িব বিন হারিস, হযরত হুজ্জাজ বিন হারিস, হযরত তামীম বিন হারিস, হযরত সায়ীদ বিন হারিস, হযরত সায়ীদ বিন আমর (রা)।

২০. বনূ জামাহ বিন আমর হতেঃ হযরত উসমান বিন মযঊন, হযরত আবদুল্লাহ বিন মাউন, হযরত কাদামা বিন মযউন, হযরত সায়িব বিন উসমান, হযরত মুয়াম্মার বিন হারিস, হযরত খাত্তাব বিন হারিস, হযরত সুফিয়ান বিন মুয়াম্মার, হযরত খালিদ বিন সুফিয়ান, হযরত জানাদা বিন সুফিয়ান, হযরত মুবাইহা বিন উসমান (রা)।

২১. বনু আমের বিন লুয়াই হতেঃ হযরত আবু সুবরা বিন আবী রিহম, হযরত আবদুল্লাহ বিন মাখামা, হযরত হাতিব বিন আমর, হযরত আবদুল্লাহ বিন সুহাইল, হযরত উমাইর বিন আউফ, হযরত ওহাব বিন সায়াদ, হযরত সুলাইত বিন আমর, হযরত সুকরান বিন আমর, হযরত মালিক বিন জাময়া (রা)।

২২. বনু ফাহর বিন মালিক হতেঃ হযরত উবাইদা বিন জাররাহ, হযরত সুহাইল বিন বাইযা, হযরত মুয়াম্মার বিন আবী সুরাহ, হযরত আইয়ায বিন যোহাইর, হযরত আমর বিন হারিস, হযরত উসমান বিন আবদি গানাম (রা)।

২৩. বনূ সায়াদের মিত্র গোত্র হতেঃ হযরত মাহমিয়া বিন জাযা' (রা)।

২৪. দূস কবীলা হতেঃ তোফাইল বিন আমর দোসী-কবীলা প্রধান, হযরত মুয়াইকীব (রা)।

এই ছিল সেই সমস্ত সাহাবা (রা)-এর সংক্ষিপ্ত তালিকা যাহারা মহানবী (সা)-এর মক্কী জীবনে ঈমান এনেছিলেন এবং যারা পরবর্তীতে ইথুপিয়া ও ইয়াসরাবের দিকে হিজরতের ধারা মক্কা বিজয় পর্যন্ত অব্যাহত রাখেছিলেন ।

সুত্রঃ আবু দাউদ, কিতাবুল খিরাজ, ফী খবরিন নযীর -অধ্যায় ।

রাসূল (সা)-এর মক্কী জীবনে ইসলাম প্রচারের ইতিহাস ১৩ বৎসরের সুদীর্ঘ সময়ে বিরামহীন অব্যাহতি ধারায় ইসলামের তাবলীগ ও সত্যের ডাকের যে প্রয়াস প্রচেষ্টা হযরত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চালিয়েছেন, উহাতে হিজরত পূর্ব আরবের কোন্ কোন্ কবীলা প্রভাবান্বিত হয়েছে এবং ঐ সমস্ত কবীলার মধ্য হতে কোন কোন আসহাবের প্রতিমা পূজা পরিত্যাগ করে সত্যকে গ্রহণ ও রাসূল (সা)-এর রিসালাতকে গ্রহণ করবার তওফীক হয়েছিল? যাদের মধ্যে এই ১৩ বৎসর ইসলামের প্রচার হয়েছে এবং ঐ সমস্ত কবীলার মধ্য হতে যে সমস্ত দূরদৃষ্টি সম্পন্ন ও সু-প্রকৃতির লোক ইসলাম গ্রহণ করেছেন। এরাই ছিলেন ঐ সমস্ত ঈমানে সাদিক ও ইয়াকীনে কামিল মহোদয়গণ যারা সত্য ও সততাকে স্বীকার করতে ও পূত পবিত্র নবী (সা)-এর আওয়াজে লাব্বাইক (হাজিরা দেওয়া) বলবার দরুন মক্কার কাফির ও কোরাইশের সর্দারদের হস্তে কঠিন হতে কঠিনতরভাবে নিগৃহিত ও নিপীড়িত হয়েছেন। কয়েদ-বন্দী এবং ক্ষুধা তৃষ্ণার কষ্ট সহ্য করেছেন। সম্পদ, আসবাবপত্র, নগদ ও দ্রব্য, গৃহ ও সম্পত্তি ইত্যাদি হতে বঞ্চিত হয়েছেন। স্ত্রী ও সন্তান, পরিবার ও পরিজন এবং আত্মীয় ও স্বজন হতে পৃথক হয়েছেন। অবশেষে অসহায়, অক্ষম, অসমর্থ ও অপারগ অবস্থায় দেশ ত্যাগ করে কখনও ইথুপিয়ার ন্যায় সুদীর্ঘ পথের সফর গ্রহণ করেছেন। আবার কখনও ইয়াসরাবের ন্যায় পাথুরে পথ অতিক্রম করেছেন এবং হাজার হাজার আপদ বিপদ সহ্য করে নিজেদের ঈমান, নিজেদের সত্যপ্রিয়তা ও নিজেদের হৃদ্যতার পরিচয় পেশ করেছেন এবং আল্লাহ্ তা'আলার দরবার হতে রাযিয়াল্লাহু আনহু” উপাধিতে ভূষিত হয়েছেন।

কবীলাসমূহ ও তন্মধ্যকার ইসলাম গ্রহণকারী মহোদয়গণের নামের তালিকাঃ

১. বনূ হাশিম হতেঃ হযরত আলী বিন আবী তালিব, হযরত জাফর বিন আবী তালিব, হযরত হাম বিন আবদিল মুত্তালিব (রা)।

২. বনু হাশিমের মাওয়ালী (দাস দাসী) হতেঃ হযরত আনিসা- রাসূল (সা)-এর দাসী, হযরত আবু কাবশা, হযরত যায়িদ বিন হারিসা (রা)।

৩. বনু আবদিল মুত্তালিব হতেঃ হযরত উবায়দ বিন হারিস, হযরত তোফাইল বিন হারিস (রা)।

৪. বনু আবদিল মুত্তালিবের মিত্র গোত্র হতেঃ হযরত আবু মুরসিদ গানভী, হযরত মুরসিদ বিন আবী মুরসিদ (রা)।

৫. বনূ আবদি শামস হতেঃহযরত উসমান বিন আফফান, হযরত খালিদ বিন সায়ীদ (রা)।

৬, বনু আবদি শামসের মিত্র গোত্র হতেঃ হযরত আবদুল্লাহ বিন জাহশ, হযরত আবু আহমাদ বিন জাহশ, হযরত উক্কাশা বিন মহসিন, হযরত সুজা বিন ওবিব, হযরত আক্কাস বিন ওবিব (রা)।

৭. বনু নওফিলের মিত্র গোত্র হতেঃ হযরত উবা বিন গাযওয়ান (রা)

৮. বন্ আসাদ বিন আবদিল উয্যা হতেঃ হযরত যুবাইর বিন আওয়াম, হযরত সায়ীদ বিন আবদি কীস, হযরত খালিদ বিন হাযাম, হযরত আসওয়াদ বিন নওফেল, হযরত আমর বিন উমাইয়া (রা), হযরত ইয়াযীদ বিন জাময়া (রা)।

৯. বনূ আসাদের মিত্র গোত্র হতেঃ হযরত হাতিব বিন আবী বালতায়া (রা)।

১০. বনু আবদিদ দার হতেঃ হযরত তোলাইব বিন উমাইর, হযরত আবুর রউম বিন উমাইর, হযরত ফারাস বিন নযর, হযরত মাসয়াব বিন উমাইর, হযরত জাহম বিন কীস (রা)।

১১, বনূ আবদিদ দারের মিত্র গোত্র হতেঃ হযরত আবু ফুকাইহা (রা)।

১২. বনূ যোহরা বিন কিলাব হতেঃ হযরত আবদুর রহমান বিন আউফ, হযরত সায়াদ বিন আবী ওয়াক্কাস, হযরত তোলাইব বিন আযহার, হযরত আবদুল্লাহ বিন আল আসফার, হযরত আবদুল্লাহ বিন শিহাব, হযরত আমের বিন আবী ওয়াককাস, হযরত মুত্তালিব বিন আযহার (রা)। |

১৩. বনূ যােহরার মিত্র গোত্র হতেঃ হযরত আবদুল্লাহ বিন মাসউদ, হযরত মিকদাদ বিন আমর, হযরত উতবা বিন মাসউদ, হযরত শরজীল বিন হাসানা (রা)।

১৪. বনু তাইম বিন মাররাহ হতেঃ হযরত আবু বকর সিদ্দীক, হযরত তালহা বিন উবায়দুল্লাহ, হযরত আমের বিন ফোহাইরা (হযরত আবু বকর সিদ্দীকের খাদিম), হযরত হারিস বিন খালিদ, হযরত আমর বিন উসমান (রা)।

১৫. বনু মখযুম বিন ইয়াক হতেঃ হযরত আবু সালমা বিন আবদিল আসাদ, হযরত আরকাম বিন আবী আরকাম, হযরত শাম্মাস বিন উসমান, হযরত সালমা বিন হিশাম, হযরত হাশিম বিন আবী হোযাইকা, হযরত হুব্বার বিন সুফিয়ান, হযরত আবদুল্লাহ বিন সুফিয়ান (রা)।

১৬. বনু মখযুমের মিত্র গোত্র হতেঃ হযরত আম্মার বিন ইয়াসির, হযরত মাতাব বিন আউফ (রা)।

১৭. বনু আদী হতেঃ হযরত উমর ফারূক বিন খাত্তাব, হযরত যায়িদ বিন খাত্তাব, হযরত সায়ীদ বিন যায়িদ, হযরত আবদুল্লাহ বিন উমর ফারূক, হযরত আমর বিন সুরাকা, হযরত নি’মান্ নুজাম বিন আবদিল্লাহ, হযরত মুয়াম্মার বিন আবদিল্লাহ্, হযরত আদী বিন নায়লা, হযরত উরওয়া বিন আবী আসাসা, হযরত মসউদ বিন সুয়াইদ, হযরত আবদুল্লাহ্ বিন সুরাকা (রা)।

১৮. বনূ আদীর মিত্র গোত্র হতেঃ হযরত আমের বিন রবীয়া, হযরত আকিল বিন রবীয়া, হযরত আইয়াস বিন রবীয়া, হযরত খালিদ বিন রবীয়া, হযরত খাওলা বিন আবী খাওলা, হযরত মাহাজ বিন সালেহ (হযরত উমর ফারুকের দাস) (রা)।

১৯, বনু সাহম হতেঃ হযরত খোনাইস বিন হােযাফা, হযরত আবদুল্লাহ বিন হোযাফা, হযরত হিশাম বিন আস, হযরত আবু কীস বিন হারিস, হযরত আবদুল্লাহ বিন হারিস, হযরত সায়িব বিন হারিস, হযরত হুজ্জাজ বিন হারিস, হযরত তামীম বিন হারিস, হযরত সায়ীদ বিন হারিস, হযরত সায়ীদ বিন আমর (রা)।

২০. বনূ জামাহ বিন আমর হতেঃ হযরত উসমান বিন মযঊন, হযরত আবদুল্লাহ বিন মাউন, হযরত কাদামা বিন মযউন, হযরত সায়িব বিন উসমান, হযরত মুয়াম্মার বিন হারিস, হযরত খাত্তাব বিন হারিস, হযরত সুফিয়ান বিন মুয়াম্মার, হযরত খালিদ বিন সুফিয়ান, হযরত জানাদা বিন সুফিয়ান, হযরত মুবাইহা বিন উসমান (রা)।

২১. বনু আমের বিন লুয়াই হতেঃ হযরত আবু সুবরা বিন আবী রিহম, হযরত আবদুল্লাহ বিন মাখামা, হযরত হাতিব বিন আমর, হযরত আবদুল্লাহ বিন সুহাইল, হযরত উমাইর বিন আউফ, হযরত ওহাব বিন সায়াদ, হযরত সুলাইত বিন আমর, হযরত সুকরান বিন আমর, হযরত মালিক বিন জাময়া (রা)।

২২. বনু ফাহর বিন মালিক হতেঃ হযরত উবাইদা বিন জাররাহ, হযরত সুহাইল বিন বাইযা, হযরত মুয়াম্মার বিন আবী সুরাহ, হযরত আইয়ায বিন যোহাইর, হযরত আমর বিন হারিস, হযরত উসমান বিন আবদি গানাম (রা)।

২৩. বনূ সায়াদের মিত্র গোত্র হতেঃ হযরত মাহমিয়া বিন জাযা' (রা)।

২৪. দূস কবীলা হতেঃ তোফাইল বিন আমর দোসী-কবীলা প্রধান, হযরত মুয়াইকীব (রা)।

এই ছিল সেই সমস্ত সাহাবা (রা)-এর সংক্ষিপ্ত তালিকা যাহারা মহানবী (সা)-এর মক্কী জীবনে ঈমান এনেছিলেন এবং যারা পরবর্তীতে ইথুপিয়া ও ইয়াসরাবের দিকে হিজরতের ধারা মক্কা বিজয় পর্যন্ত অব্যাহত রাখেছিলেন ।

সুত্রঃ আবু দাউদ, কিতাবুল খিরাজ, ফী খবরিন নযীর -অধ্যায় ।

বিষয়: বিবিধ

১১১৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File