পান সুপারির হিসেব

লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ২৩ ডিসেম্বর, ২০১৬, ০২:২৩:১৩ রাত

পান সুপারির হিসেব:

বাড়িতে আছি প্রায় ১১ মাস ধরে। আর বাড়িতে মাঝে মাঝেই বাজার সদা করতে হয়।

আব্বার পান খাবার সুবাদে টুক টাক আমরাও পান খেয়ে মুখ লালা করি।

আর বাজারের প্রায় কিনতে হয় পান সুপারি।

খেয়াল কি করেছেন কেও???

পান সুপারির হিসেব গুলি একটু অন্য রকম। সেই হিসেব প্রাচীন কালের হিসেব পদ্ধতি মেনেই আজো হিসেব রাখা হয় এই আধুনিক কালে।

সুপারির ক্ষেত্রে: ১গা বা ১ বিশি হিসেবে কিনতে হবে।

১ গা = ১০টি

১ বিশি = ২০ গা বা ২০০টি

পানের ক্ষেত্রে: ১ ভিড়া হিসেবে

তবে এলাকা ভেদে এই ভিড়ার পরিমান বিভিন্ন।

যেমোন:

আমাদের এলাকায়--১ ভিড়া: ৪৮টি পান

রাজশাহীতে-- ১ ভিড়া: ৬৪টি পান

ঢাকাতে-- ১ ভিড়া: ৮০টি পান

বিষয়: বিবিধ

১৩৪৫ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

380882
২৩ ডিসেম্বর ২০১৬ সন্ধ্যা ০৭:০৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সুপারির এই হিসাব কখনও শুনিনাই!! তবে পানের বিড়ার হিসাব জানি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File