ইসলামের ঐতিহাসিক অবদান(The Historical Role of Islamrits) HQপিডিএফ
লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ০৫ ডিসেম্বর, ২০১৬, ০৬:৫৫:৪৫ সন্ধ্যা
বইঃ ইসলামের ঐতিহাসিক অবদান(The Historical Role of Islamrits) HQপিডিএফ
লেখকঃমানবেন্দ্ৰ নাথ রায়
বই দিয়েছেনঃ কাজী মাহমুদুল হক
স্ক্যান ও এডিটঃ গোলাম মাওলা আকাশ
সাইজঃ ৭.৮০ মেগাবাইট
লিঙ্কঃ https://www.pdf-archive.com/2016/12/05/ … an-gmakas/
Short link: ঃ https://document.li/zh9f
মানবেন্দ্ৰ নাথ রায় (১৮৮৭-১৯৫৪) এদেশে এম. এন. রায় নামেই সবিশেষ পরিচিত। রেডিক্যাল হিউম্যানিস্ট আন্দোলনের পুরোধা এই ব্যক্তি লেনিন-স্ট্যালিনের সহকর্মী ও কমরেড হিসেবে কাজ করেছেন এবং সুপ্রিম সোভিয়েতের পোলিট ব্যুরোর সদস্য ছিলেন। সানিয়াতসেন সহ বিংশ শতাব্দীর গোড়ার দিকের সকল বিশ্ব-ব্যক্তিত্বের সংসম্পর্শে এসেছিলেন এবং আমেরিকায় গড়ে তুলেছিলেন বিশ্বের দ্বিতীয় সমাজতান্ত্রিক দল। অন্ততঃ দশবার তিনি নিজের নাম পরিবর্তন করেছেন পুলিশী হাঙ্গামা এড়াবার জন্য এবং পিকিং থেকে পায়ে হেঁটে মস্কো পৌছে গেছেন বিশ্ব-বিপ্লবের লক্ষ্যে।
তীক্ষ বিশ্লেষণে পারঙ্গম ও মানব সভ্যতার প্রতি মমতাময় দূরদৃষ্টির অধিকারী এম. এন. রায় ছিলেন একাধারে রাজনীতিবিদ, লেখক ও বৈজ্ঞানিক। তিরিশের দশকে জেলে থাকাকালীন সুযোগে তিনি ইসলামের উপর পড়াশুনা করেন এবং The Historical Role of Islamrits এই অসাধারণ পুস্তিকাটি লেখেন। বইটি ১৯৩৬ সনে প্রথম পুস্তকাকারে প্রকাশিত হয় এবং ১৯৪৮-এ বাংলায় অনুদিত হয়। ইতিমধ্যেই কমু্যনিজমের অগ্রপথিক এম. এন. রায় কমু্যনিজম ত্যাগ করে রেডিক্যাল হিউম্যানিজমের নতুন আদর্শে দীক্ষা নিয়েছেন।
বিষয়: বিবিধ
১২০৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন