কেনজা

লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ১৩ জানুয়ারি, ২০১৬, ০৮:১২:২৫ সকাল

**রাজপ্রতিভূ কেনজা, ইদ্রিসিসের, সগির (মরক্কো) পশ্চিম আফ্রিকা(আনুমানিক ৭৯৩-৮১০ খ্রি. Happy

১ম ইদ্রিস ইবনে আবদুল্লাহ ছিলেন মরক্কোর ইদ্রিসীয় রাজবংশের প্রতিষ্ঠাতা এবং প্রথম শাসক (৭৮৮-৭৯১ খ্রি.)। বাদশা ১ম ইদ্রিস ছিলেন নবী করিম হযরত মোহাম্মদের (দHappy জ্ঞাতি ভাই আলির পুত্র হাসানের প্রপৌত্র। ৭৮৭ খ্রি, ফাখার যুদ্ধে আব্বাসীয়দের হাতে আলীয়দের পরাজয়ের পর তিনি সিরিয়া থেকে পালিয়ে মরক্কোতে আশ্রয় নেন। ৭৮৯ খ্রি. তিনি ওয়ালিলাতে আসেন। এটি তখন বাবারদের আওয়ারবা গোষ্ঠীর শাসক ইসহাক বিন মোহাম্মদের শাসনাধীনে ছিল । তিনি এই গোষ্ঠীপতির কন্যা কেনজাকে বিয়ে করেন। তিনি তারপর উত্তর মরক্কোর অধিকাংশ এলাকা বিজয় করে ইদ্রিসীয় বংশ ( ইদ্রিস ডাইনেস্টি) প্রতিষ্ঠা করেন, যারা প্রায় দুশ বছর (৭৮৮-৯৭৮ খ্রি.) মাগরেব শাসন করেন। তিনি ফেজ নগরী প্রতিষ্ঠা করেন। আল আন্দালুস এবং বারঘাওয়াতার পর মরক্কো (মাগরেব) ৩য় মুসলিম রাজ্য যেটি বাগদাদের আব্বাসীয় খলিফার সাথে সম্পর্কচ্ছেদ করে স্বাধীন রাষ্ট্র হয়, রাজধানী হয় ফেজ। ১ম ইদ্রিস টিয়েমসেন (আধুনিক আলজিরিয়া) দখল করে তার সাম্রাজ্যের অধীনে নেন। এসব ঘটনায় বাগদাদের খলিফা হারুন আল রশিদ তার প্রতি রুষ্ট হয়ে তাকে হত্যা করার জন্য দূত পাঠান। ৭৯১ খ্রি. বিষ প্রয়োগে তাকে হত্যা করা হয়। তার মৃত্যুর দুমাস পর ১ম ইদ্রিসের স্ত্রী কেনজা একটি পুত্র সন্তান ২য় ইদ্রিসের জন্ম দেন। কেনজা তার পুত্র ২য় ইদ্রিস ইবনে ইদ্রিসের পক্ষে সাগির শাসন করেন (৭৯৩-৮২৩ খ্রি.)। কেনজার পিতা ছিলেন আওয়ারবা গোষ্ঠীর প্রধান ইসহাক বিন মোহাম্মদ। শৈশবকাল থেকেই ২য় ইদ্রিসের মাঝে অসাধারণ ক্ষমতার লক্ষণ পরিস্ফুট হতে থাকে। তিনি ছিলেন একজন ব্যতিক্রমী ও ক্ষণজন্ম পুরুষ। ২য় ইদ্রিসের ব্যাপারে ঐতিহাসিক রোম ল্যাণ্ডু বর্ণনা করেন “মরক্কোর লোকগাথা অনুসারে ২য় ইদ্রিসের মাঝে জাদুকরী ক্ষমতা পরিলক্ষিত হয়। তার কথা মনে করিয়ে দেয় ইসলামের বিখ্যাত সাধক ইবনে সিনার কথা। চার বছর বয়সে তিনি পড়তে এবং পাঁচ বছরে লিখতে সক্ষম হন । আট বছরে সম্পূর্ণ কোরান তার মুখস্থ হয়। তার শারীরিক শক্তি ছিল ঈর্ষণীয় এবং তেরো বছর বয়সে তিনি স্বাবলম্বী হয়ে ওঠেন।"

সূত্র : ১ম/২য় ইদ্রিস, ইসলামী বিশ্বকোষ, ইফাব,যুগে যুগে মুসলিম নারীশাসক – কাজী আখতারুদ্দিন

বিষয়: বিবিধ

১১৬৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

356844
১৩ জানুয়ারি ২০১৬ বিকাল ০৪:২৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৪ জানুয়ারি ২০১৬ দুপুর ০৩:৩৩
296206
গোলাম মাওলা লিখেছেন : এটি নিয়ে একটা সিরিজ চলবে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File