Borderlife

লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ১২ জানুয়ারি, ২০১৬, ০৯:৪৮:২২ সকাল

**বিক্রির শীর্ষে ইসরায়েলি ফিলিস্তিনির প্রেমকাহিনি Borderlife

**বইটির অনুবাদে কেও হাত দিতে চান?

ইসরায়েলি ইহুদি তরুণী ও ফিলিস্তিনি মুসলিম তরুণের প্রেমকাহিনি নিয়ে লেখা একটি উপন্যাস ইসরায়েলের সর্বাধিক বিক্রয় তালিকার ১ নম্বরে উঠে এসেছে। দেশটির শিক্ষা মন্ত্রণালয় উপন্যাসটিকে বিদ্যালয়ের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করতে রাজি না হওয়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার পরিপ্রেক্ষিতে বইটির বিক্রি হঠাৎ করেই বেড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসির।

ইসরায়েলের নারী লেখক দরিত রাবিনিয়ানের লেখা উপন্যাসটির নাম বর্ডারলাইফ। দেশটির কর্মকর্তাদের শঙ্কা, ২০০৪ সালে প্রকাশিত উপন্যাসটি ইহুদি ও আরবদের সুসম্পর্ককে উৎসাহিত করতে পারে। উপন্যাসের কাহিনিতে দেখা যায়, নিউইয়র্কে এক ইহুদি তরুণী ও ফিলিস্তিনি মুসলিম তরুণের পরিচয় হয়। তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু তরুণীটি ইসরায়েলে এবং তরুণটি পশ্চিম তীরে ফিরে আসার পর রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার কারণে তাঁদের সম্পর্ক ভেঙে যায়। কর্মকর্তারা বইটিকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করতে রাজি না হওয়ার পর এক সপ্তাহেই ইসরায়েলে বইটির পাঁচ হাজার কপি বিক্রি হয়। ইসরায়েলের মতো ছোট বাজারে এই সংখ্যাকে বেশ বড় বলে মনে করা হয়।

লেখক রাবিনিয়ান এএফপিকে বলেন, লোকজনের দল বেঁধে তাঁর বই কিনতে যাওয়াকে তিনি ইসরায়েলের নীতির বিরুদ্ধে পাঠকদের একধরনের প্রতিবাদ বলে মনে করছেন। তিনি বলেন, এর মাধ্যমে ইসরায়েলের মানুষ প্রমাণ করেছে, তারা উদারনীতি ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে।

ইসরায়েলের পার্লামেন্টে এক বিতর্কে বইটি সম্পর্কে বলা হয়েছে, ইহুদি ও অ-ইহুদির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক পরিচয়ের স্বাতন্ত্র্যকে হুমকির মুখে ফেলবে। সমালোচনা জোরদার হওয়ার পর ইসরায়েলের শিক্ষা মন্ত্রণালয় বলেছে, বইটি শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করা না হলেও এটি পড়তে কারও বাধা নেই। শিক্ষার্থীরা চাইলেই বইটি পড়তে পারবে।

Reviews:

“In BORDERLIFE Rabinyan juggles cultures, languages, art forms, places, times and seasons. Because of the novel’s epic fullness, its realistic plot which takes place in three cities – New York, Tel-Aviv and Ramallah – whose symbolic weight within the current psychological and political reality is admirable, because the novel strikes the right balance between the personal and the political, and because of her ability to tell a suspenseful and satisfying story, we decided to award Dorit Rabinyan’s BORDERLIFE the 2015 Bernstein Prize.” – From the 2015 Bernstein Prize judges’ decision

“[A] brave story that maintains a delicate balance and is too smart to be didactic or priggish. Dorit Rabinyan’s BORDERLIFE ought to be read like J.M. Coetzee or Toni Morrison – from a distance in order to get close. We might be born Montague or Capulet, but we can choose not to be part of the tragedy.” – Lilach Volach, Walla!

“…[B]eautiful and sensitive…a human tale of rapprochement and separation….Rabinyan’s ability to construct a complex situation in which stereotypes of weakness and strength are transcended and true connections are revealed behind that which divides us is a noteworthy human and literary achievement, grounded in sensitive, refined and non- derivative writing.” – Havatselet Farber, Makor Rishon

“There’s no doubt Rabinyan knows how to tell a story. The indecisions, moods and even the weather all take on unique beauty with her.” – Gill Mertens, Saloona

“A captivating (and heartbreaking) gem, written in a spectacular style, with a rich, flowing, colorful and addictive language. It was definitely worth the wait.” – Orit Har’el, Motke

"[Rabinyan’s] ability to create a rich realism alongside a firm, clear and convincing flow of emotional vacillations is evident in the novel and gives the work a literary momentum and makes the reading both compelling and enjoyable.” – Yotam Shwimmer, YNET

**এমাজোনে দাম ৩১.৫ ডলার

http://www.amazon.com/Border-Life-Experience-Memory-Revolutionary/dp/0807847038

**লেখিকার অন্যান্য বই:

http://www.amazon.com/Dorit-Rabinyan/e/B001HP99JU।

**Dorit Rabinyan

Dorit Rabinyan was born in Kfar Saba, Israel, in 1972 to a Persian-Jewish family and now lives in Tel Aviv. She published her first novel at the age of 22. In addition to her novels, Rabinyan has written a screenplay for commercial television, Shuli`s Fiance, and a children's book. She now hosts a weekly TV culture program. Rabinyan has been awarded the Wiener Prize (1996), the Jewish Wingate Quarterly Award (1999), the Best Drama of the Year Award (1997) from the Israel Film Academy, the Prime Minister's Prize (2001), the Literary ACUM Award (2008) and the Bernstein Prize (2015).

**Books Published in Hebrew

Yes, Yes, Yes (poetry), Eked, 1990 [Ken, Ken, Ken]

Persian Brides (novel) , Am Oved, 1995 [Simtat Ha-Shkediyot Be-Oumrijan]

Our Weddings (Strand of a Thousand Pearls) (novel), Am Oved, 1999 [Ha-Chatunot Shelanu]

And Where Was I? (children-picture bk), Am Oved, 2006 [Az Eifo Hayiti Ani?]

Borderlife (novel), Am Oved, 2014 [Gader Chaya]

Books in Translation

Persian Brides

Dutch: Amsterdam, Vassallucci, 1996; pback: Breda, De Geus, 1998

German: Munich, Goldmann, 1998

English: Edinburgh, Canongate, 1998; pback: 1999; 2004; New York, Braziller, 1998

Greek: Athens, Livani, 1999

Spanish: Barcelona, Martinez Roca, 1999; Barcelona, Planeta-De Agostini, 2000

Italian: Vicenza, Neri Pozza, 2000; pback: 2003

Portuguese: Alges, Difel, 2001

French: Paris, Denoel, 2002

Our Weddings (Strand of a Thousand Pearls)

Dutch: Amsterdam, Vassallucci, 2001

German: Frankfurt, Kluger, 2000

English: London, Bloomsbury, 2001; New York, Random House, 2002

Spanish: Barcelona, Lumen, 2002

Italian: Casale Monferrato, Piemme, 2002

Portuguese: Alges, Difel, 2002

Swedish: Stockholm, Natur och Kultur, 2002

Hungarian: Budapest, Europa, 2004

বিষয়: বিবিধ

১২৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File