কোরান ব্যবহার সহায়িকা(পর্ব এক)
লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ২৯ ডিসেম্বর, ২০১৫, ০২:০৬:২৮ দুপুর
কোরান ব্যবহার সহায়িকা(পর্ব এক)
-----------------------------------------
এই কাজটি অনেক দিন ধরে আমার নিজের জন্য করতে চাচ্ছিলাম। ব্লগে ফেবুকে অনেকে বিভিন্ন আয়াত দিয়ে বিভিন্ন আলোচনা করে থাকেন। সেগুলি পরে খুজে পেতে খুব সমস্যা হয়ে দাঁড়ায়।এ ছাড়া কোন বিষয়ে লিখতে চাচ্ছেন কিন্তু ঐ বিষয়ে কোরআনে কি বলা আছে তা খুঁজে পাওয়াও দুরহ। অনলানে খুজে এ নিয়ে কোন তথ্য না পেয়ে মনে হল লিখাটি সবার কাজে লাগবে।
*কোরানে সুরা গুলি একটি নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে নাজিল হলেও সেই সুরায় আরও অনেক বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। সেই বিষয় গুলি বা বিষয় ভিত্তিক আয়াত গুলি খুজে পাওয়া আমাদের মত সাধারণ পাবলিকের কর্ম নহে। দরকারের সময় ঐ বিষয়ে কোরানের ভাষ্যই বা কি ? তা জানতে এটি খুব কাজে দেবে।
১১৪ টি সূরার প্রতিটির আয়াত কোনটি কি বিষয়ে বলা তার একটি ধারাবাহিক পরিক্রমা মেইন্টেন করে সাজান হয়েছে বাংলা বর্ণমালা অনুসরণ করে, যেন প্রয়োজনিয় বিষয় খুব সহজে খুজে পাওয়া যায় ।
>>সুরা ক্রমঃ
১. সুরা ফাতিহা ২. সুরা বাকারা ৩. সুরা ইমরান ৪. সুরা নিসা ৫. সুরা মায়েদা ৬. সুরা আন’য়াম ৭. সুরা আরাফ ৮. সুরা আনফাল ৯. সুরা তাওবা
১০. সুরা ইউনুস ১১. সুরা হুদ ১২. সুরা ইউসুফ ১৩. সুরা রা’দ
১৪. সুরা ইবরাহীম ১৫. সুরা হিজর ১৬. সুরা নাহল ১৭. সুরা বনী-ইসরাঈল
১৮. সুরা কা’হফ ১৯. সুরা মারঈয়াম ২০. সুরা ত্বা-হা ২১. সুরা আম্বিয়া
২২. সুরা হাজ্জ্ব ২৩. সুরা মু’মিনুন ২৪. সুরা নুর ২৫. সুরা ফুরকান
২৬. সুরা শু’য়ারা ২৭. সুরা নাম’ল ২৮. সুরা কাসাস ২৯. সুরা আনকাবুত
৩০. সুরা রূম ৩১. সুরা লুকমান ৩২. সুরা সাজদা ৩৩. সুরা আহযাব
৩৪. সুরা সা’বা ৩৫. সুরা ফাতির ৩৬. সুরা ইয়া-সীন ৩৭. সুরা সাফফাত
৩৮. সুরা সা’দ ৩৯. সুরা যুমার ৪০. সুরা মু’মিন ৪১. সুরা হা-মীম ৪২. সুরা শূরা
৪৩. সুরা যূখরুফ ৪৪. সুরা দুখান ৪৫. সুরা যাসিয়া ৪৬. সুরা আহক্বাফ
৪৭. সুরা মুহাম্মাদ ৪৮. সুরা ফাতাহ ৪৯. সুরা হুজুরাত ৫০. সুরা ক্বাফ
৫১. সুরা যারিয়া’ত ৫২. সুরা তুর ৫৩. সুরা নাজম ৫৪. সুরা ক্বামার
৫৫. সুরা আর-রহমান ৫৬. সুরা ওয়াক্বিয়া ৫৭. সুরা হাদীদ ৫৮. সুরা মুজাদালাহ
৫৯. সুরা হাশর ৬০. সুরা মুমতাহিনা ৬১. সুরা সফ ৬২. সুরা জুম’য়া ৬৩. সুরা মুনাফিক্বুন
৬৪. সুরা তাগাবুন ৬৫. সুরা তালাক ৬৬. সুরা তাহরীম ৬৭. সুরা মুলক ৬৮. সুরা কালাম
৬৯. সুরা হাক্বকাহ ৭০. সুরা মা’য়ারিজ ৭১. সুরা নূহ ৭২. সুরা জ্বীন ৭৩. সুরা মুযযাম্মিল
৭৪. সুরা মুদ্দাসসির ৭৫. সুরা কিয়ামা’ত ৭৬. সুরা দা’হর ৭৭. সুরা মুরসালাত
৭৮. সুরা নাবা ৭৯. সুরা নাজিয়াত ৮০. সুরা আ’বাসা ৮১. সুরা তাকভীর
৮২. সুরা ইনফিতার ৮৩. সুরা মুতাফফিফীন ৮৪. সুরা ইনশিকাক ৮৫. সুরা বুরূজ
৮৬. সুরা তারিক ৮৭. সুরা আ’লা ৮৮. সুরা গাশিয়াহ ৮৯. সুরা ফা’জর
৯০. সুরা বা’লাদ ৯১. সুরা শামস ৯২. সুরা লাইল ৯৩. সুরা দুহা ৯৪. সুরা আলাম-নাশরাহ
৯৫. সুরা তীন ৯৬. সুরা আলাক ৯৭. সুরা ক্বদর ৯৮. সুরা বাইয়্যেনাহ
৯৯. সুরা যিলযাল ১০০. সুরা আদিয়্যাত ১০১. সুরা ক্বারিয়া ১০২. সুরা তাকাসুর
১০৩. সুরা আসর ১০৪. সুরা হুমাযা ১০৫. সুরা ফীল ১০৬. সুরা কুরাইশ
১০৭. সুরা মাউন ১০৮. সুরা কাউসার ১০৯. সুরা কাফিরূন ১১০. সুরা ন’সর
১১১. সুরা লাহাব ১১২. সুরা ইখলাস ১১৩. সুরা ফালাক ১১৪. সুরা নাস
**অ**
>অকল্যাণ -- *৭:৭০ , ৭৭, ১৮৮, *৮:৩২, *১০:১১,* ১১:৪৩৬-৩৭
>অকৃতজ্ঞ-- *২:২৪৩, *৭:১০, *১০:১২, ২১-২৩, ৬০ *১১:৯-১১, *১৪:৭-৮, ৩৪, *১৬:৫৩-৫৫, *১৭:৬৭, *২২:৩৮, ৬৬, *২৩: ৭৮, *২৭:৭৩, *২৯:৬৫-৬৭, *৩০:৩৩-৩৪, *৩১:৩২, *৩২:৯, *৩৪:১৭, *৩৬:৩৩-৩৫, *৩৯:৮,*৪১:৪৯-৫১,* ৪২:৪৮,*৪৩:১৫,*৬৭:২৩,*৭৬:৩-৪,* ৮০:১৭,*১০০:৬-১১
>অছিয়ত--*২:১৮০-১৮২, ২৪০, *৪:১১-১৪, *৫:১০৬-১০৮, *৩৬:৫০
>অজানা-- ২৪১৩৩, ৩৪৬৫-৬৮, ১৭৯, ১৭:৩৬, ৭২৪২৬-২৭
>অজু--*৪:৪৩, *৫:৬
>> ব্যবহার বিধিঃ
এই জন্য আপনাদের প্রয়োজন বাংলা অনুবাদ সহ কোরআন বা শুধু বাংলা অনুবাদকৃত কোরআন।
আপনার প্রয়োজন অকল্যাণ নিয়ে আল্লাহ কোরানে কি বলেছেন । সে বিষয়ে জানতে বাংলা বর্ণমালার অক্ষর বিন্যাস অনুসরণ করে**অ** খুজে বের করে অকল্যাণ শব্দ খুঁজুন। এর পর সেখানে নিচের ধারা ক্রমটি দেখতে পাবেন।
>অকল্যাণ --*৭:৭০ , ৭৭, ১৮৮
এখানে ৭:৭০ , ৭৭, ১৮৮ বিষয়টির অর্থ ৭ নং সুরা(৭. সুরা আরাফ ) এর ৭০,৭৭,১৮৮ নং আয়াতে অকল্যাণ নিয়ে .
ক্রমশ-------
কেমন লাগছে বলতে কিন্তু ভুলবেন না।
বিষয়: বিবিধ
১২৬৯ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এ কাজটি অনেক আগেই সম্পন্ন হয়েছে!
আসাদ বিন হাফিজ সম্পাদিত "আলকুরআনের বিষয়ভিত্তিক অভিধান" বইটিতে ব্যাপক সূচী রয়েছে!
সেটা আপনার কাজে আসবে মনে হয়!
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
পরে পিডিএফ আকারে দেব, নি সব লিখা হলে
মন্তব্য করতে লগইন করুন