কবিতার বিবর্তন(এক)
লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ২৬ ডিসেম্বর, ২০১৫, ০৫:০৭:১৩ বিকাল
কবিতার বিবর্তন(এক)
------------------
এটি আমাদের প্রথম শ্রেনীর পাঠ্যবই এ খুব কমন একটি ছড়া। এ ছড়ার রচিয়তা কে যানা যায় না। তবে মূল কবিতায় * বড় সাহেবের বিবি * কথা হয়ে বুঝা যায় ইংরেজ আমলে কোন এক সময়। ইংরেজ মেমদের তাচ্ছিল্ল করে রচিয়ত(১নং) এই কবিতা পরা নানা জনের পরিমার্জনের পরে (২নং) বর্তমার রূপ ধারন করেছে।
>>প্রথমটা অর্জিনাল কবিতা।
**নোটন নোটন পায়রাগুলি ঝোটন বেঁধেছে
বড় সাহেবের বিবি গুলি নাইতে নেমেছে
কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে
দাদার হাতে বাজুবন্ধ ছু ড়ে মেরেছে
উঃ! বডড লেগেছে ।
>>২য়টা অনেক চড়ায় উতরাই পেরিয়ে বর্তমান আধুনিক রুপ ধারন করেছে।
** নোটন নোটন পায়রাগুলি
নোটন নোটন পায়রাগুলি
ঝোটন বেঁধেছে,
ওপারেতে ছেলেমেয়ে
নাইতে নেমেছে।
দুই ধারে দুই রুই কাতলা
ভেসে উঠেছে,
কে দেখেছে কে দেখেছে
দাদা দেখেছে।
দাদার হাতে কলম ছিল
ছুড়ে মেরেছে,
উঃ বড্ড লেগেছে।
বিষয়: বিবিধ
২৩৪২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন