অজ্ঞাতবাস

লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ২৩ ডিসেম্বর, ২০১৫, ০৭:২২:১২ সকাল

>বইঃ অজ্ঞাতবাস

>লেখকঃসঞ্জীব চট্টোপাধ্যায়

>প্রকাশনীঃআনন্দ পাবলিশার্স লিঃ/১৯৮৯

>মূল্যঃ ১২রুপি( কিনা ১৫ টাকা)

এক অদ্ভুত বাড়ি । বিচিত্র সব মানুযজন, মনুয্যেতর পোষ্য আটটা কুকুর, আঠারটা গোরু, তিন খাঁচা পাখি, ৬জনখানেক বেড়াল । ডাক্তার বড়মামা, অধ্যাপক মেজোমামা, সংসারের হাল ধরা মাসিমা , মিঠুন-ভক্ত কাজের লোক-—মুকুন্দ । সে-বাড়িতে প্রায়শই অতিথি হয়ে আসেন ভোজনবিলাসী এক কবি, আসেন বাল্যবন্ধু এক জজসাহেব । আর, যার চোখ দিয়ে এই বাড়ির মানুষজন ও আথিতি অভাগ্যদের নিয়ে দম-ফাটা হাসি ও মজা মেশানো এই গল্প, সে এ বাড়িরই এক ক্ষুদে সদস্য । প্রদ্যুম্ন, ওরফে বুড়ো । মজা এ বাড়ির সর্বএ । প্রতিদিনের কথাবাতায়, চালচলনে, কাজেকর্মে | সে বড়মামার ডাক্তারিা নিয়ে কি বাজার করা নিয়ে । মেজোমামার কীর্তনদল-তাড়ানো কি পুলিশ-ভাগানো নিয়ে । কবিপ্রবর শরৎবাবুর ভুলো মন কি ভুল কোটেশন নিয়ে । জজসাহেবের সাইকেল হারানো কি হারানো সাইকেল ফিরে পাওয়া নিয়ে । গল্প এ-বাড়ির আনাচেকানাচে । পূৰ্বপুরুষের, জমিদারির, ঠাকুরদেবতার, ডাকাতির । সেই অজস্র মজা ও গল্পের সঙ্গে নতুনতর এক বিপদের মজা নিয়েই এই ঠাসবুনন উপন্যাস, ‘অজ্ঞাতবাস ।

>>লেখকঃ

১৯৩৬ সালে কলকাতার উপকণ্ঠে জন্ম । বিজ্ঞানের স্নাতক বিজ্ঞান থেকে পরে কলাবিষয়ে সরে আসেন শিক্ষকতা করেছেন । রাসায়নিক বড় রাসায়নিক সংস্থায় পরবর্তীকালে ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়নকল্পে যুক্ত বিভাগে । রামকৃষ্ণ মিশনের মুখপত্র সম্পাদনার হাতেখড়ি। পশ্চিমবঙ্গ সরকারে শিল্প বিভাগে থাকাকালীন শিল্পসাংবাদিকতার শুরু । শিল্প মুখপত্রের সম্পাদনা । বেতার ও দূরদর্শনের মাধ্যমে শিল্প প্রচার । ক্রমে আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর সঙ্গে যুক্ত হবার সৌভাগ্য । প্রকাশিত গ্রন্থের সংখ্যা পঞ্চাশ অধিক । সাহিত্যের প্রায় সর্ব বিভাগেই বিচরণ । ১৯৮১ সালে পেয়েছেন আনন্দ পুরস্কার ।

---------------------------------

বিষয়: বিবিধ

১০৩৯ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

355053
২৩ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:২৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
এই সিরিজের কিছূ লিখা ভাল কিছু বিরক্তিকর!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File