হারানো সিরিজ( HQ পিডিএফ) দস্যু শাজাহান

লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ২২ ডিসেম্বর, ২০১৫, ০১:১৮:৫৫ দুপুর

হারানো সিরিজ( HQ পিডিএফ)

--------- ০০০০০০০------

বাংলাদেশে এক সময় দস্যু নিয়ে নানা সাহিত্য লিখা হয়েছে। কিন্তু সংগ্রহের অভাবে সিরিজ গুলি হারিয়ে গেছে। আমি অনেক দিন যাবত এই হারানো সিরিজ গুলি নিয়ে কাজ করে যাচ্ছি।

দস্যু শাজাহান সেই হারিয়ে যাওয়া সিরিজ গুলির একটি যে সিরিজের বই হাতে পাব বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম। কিন্তু Hasan Mahmud Rony ভাই এর অসৌজন্যতায় পেয়ে গেলাম এই সিরিজের ৪ টি বই। আজ আপনাদের সামনে এই সিরিজেত ২য় বই নিয়ে হাজির হলাম।

বন্ধুরা আজকে যে বই বা সিরিজ সম্পর্কে লিখছি জানিনা কারো কাছে এটা পরিচিত কিনা বা কেউ এর সম্পর্কে জানে কিনা।

সিরিজটার নাম : দস্যু শাজাহান

সিরিজের ধরন : গোয়েন্দা সিরিজ

সিরিজের প্রথম বইয়ের নাম : দস্যু শাজাহান

প্রথম প্রকাশ : অক্টোবর, ১৯৬৭

লেখক : এস. এ. রহমান

প্রকাশক : এ. সাত্তার

পরিবেশনায় : প্যারাডাইস বুক স্টল (৬৪, মতিঝিল কমার্শিয়াল এরিয়া, ঢাকা)

এগুলা সবই বেসিক ইনফরমেশন। আমার কাছে এই সিরিজের

১। দস্যু শাজাহান,

২। বহুরূপী শাজাহান,

http://www.pdf-archive.com/2015/12/21/bhoropi-shajhan/

৩। ভয়াল শাজাহান,

৪। রহস্য ভেদী শাজাহান, এবং

৫। আজব দ্বীপে শাজাহান

*** দস্যুদের নিয়ে আরাও জানতে:

http://www.bdfirst.net/blog/blogdetail/detail/6613/gmakas/70032

বিষয়: বিবিধ

১৪২৮ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

354967
২২ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:২০
দ্য স্লেভ লিখেছেন : এটা কি ফ্রি ডাউনলোড করা যাবে নাকি কিনতে হবে ? নাম শুনে বেশ ভালো লাগল
২২ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:১৭
294748
গোলাম মাওলা লিখেছেন : ভাই জান সব ফ্রি ফ্রি। আমার নিজের করা পিডিএফ
২২ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৪:০৩
294753
দ্য স্লেভ লিখেছেন : খানিকক্ষন পড়ছিলাম। বেশ Happy
354977
২২ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:৫৪
আবু জান্নাত লিখেছেন : ডাউন লোড় করেছি। ভালো লাগলো, সময় করে পড়তে হবে।
২২ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:১৭
294749
গোলাম মাওলা লিখেছেন : পড়ে ফেলুন
354984
২২ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৪৪
গাজী সালাউদ্দিন লিখেছেন :
কিন্তু Hasan Mahmud Rony ভাই এর অসৌজন্যতায় পেয়ে গেলাম এই সিরিজের ৪ টি বই।


এটা কি করলেন, রনি ভাইয়ের সৌজন্যতার বদলে অসৌজন্যতায় পেয়েছেন?
২৩ ডিসেম্বর ২০১৫ রাত ০১:২৮
294837
গোলাম মাওলা লিখেছেন : হা হা হা
355013
২২ ডিসেম্বর ২০১৫ রাত ১০:০৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : একটা পড়েছিলাম। দস্যু বনহুর সিরিজের তুলনায় অনেক নিচে মনে হয়েছে।
২৩ ডিসেম্বর ২০১৫ রাত ০১:২৮
294838
গোলাম মাওলা লিখেছেন : হুম হাম

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File