সুরজিৎ দাশগুপ্ত

লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ০৮ ডিসেম্বর, ২০১৫, ০১:৪৭:১৮ রাত



**সুরজিৎ দাশগুপ্ত

জন্ম ১৯৩৪ কাশীপুর উত্তর কলকাতা। বাল্য-কৈশোর জলপাইগুড়ি। বিশ্বভারতী থেকে বি.এ., যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে এম,এ, বিষয়-ইতিহাস। মা ছিলেন জলপাইগুড়ি সদর হাসপাতালের ডাক্তার, স্ত্রী লোরেটো কলেজে ইতিহাস পড়ান, দুই পুত্র। বিশেষ আগ্রহ সাহিত্য ও দৃশ্যশিল্প। তার প্রথম উপন্যাস 'একই সমুদ্র পড়ে অধ্যাপক হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় প্রকাশক গোপালদাস মজুমদারকে ১৩ এপ্রিল ১৯৬০-এ লিখেছিলেন, ‘বাংলা সাহিত্যের ক্ষেত্রে একটা নুতন কণ্ঠস্বরের আভাস পেলাম মনে হল।' ক্ষেত্র থেকে ক্ষেত্রাস্তরে তীর বিচরণ। বম্বের রেখা প্রদীপ ২১ জানুয়ারি ১৯৮৪-র ‘টেলিগ্ৰাফ' পত্রিকায় ‘ফিল্মোৎসব ৮৪ প্রসঙ্গে লিখেন “Special mention must be made of Surajit Dasgupta's enormously interesting film A Silent Art', স্বভাব ভবঘুরে প্রচুর ঘুরেছেন আর আবহমান কালের ভারত প্রত্যক্ষ অভিজ্ঞতা ও বিস্তৃত অধ্যয়নের ফল ‘ভারতবর্ষ ও ইসলাম”।

এই লেখকের অন্যান্য বই—

উপন্যাসঃ একই সমুদ্র ,দিনরাত্রি,গরল, বিদ্ধ করো , কুরুক্ষেত্র, পরিচয় , ভোলার কাণ্ড ,সুখপুরে রহস্য।

প্রবন্ধঃ দান্তে গোটে রবীন্দ্রনাথ , রামমোহন ও ব্যকিস্বাধীনতা ,IN QUEST OF WORLD CULTURE , ছোটদের সুনীতিকুমার , মৌলবাদ : এক নতুন সংজ্ঞা , ভাসকো ডা গামার পাঁচশো বছর , ভারতীয় মুসলমানদের সংকট , ক্রান্তদশী অন্নদাশঙ্কর ,

কবিতাঃ দ্বিতীয় পৃথিবী , আর কোনও চিহ্ন নেই ,দ্বিতীয় প্রকৃতি ,

--‘ভারতবর্ষ ও ইসলাম” ইনার এই একটি বই পড়ে ইনার ভক্ত বনে গেলুম। বাকি গুলি পেলে ওহ খোদা--------------

বিষয়: বিবিধ

১৫৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File