ভারত বর্ষ ও ইসলাম

লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ০৫ ডিসেম্বর, ২০১৫, ০৩:৫৬:৪৫ দুপুর

বইঃ ভারত বর্ষ ও ইসলাম

লেখকঃ সুরজিত দাশগুপ্ত

প্রকাশনীঃ ডিএম লাইব্রেরী,কলকাতা, ১৯৯১

সপ্তম শতাব্দীতে ভারতবর্ষে ইসলাম আরব বণিকদের মাধ্যমে জলপথে প্রথম প্রবেশ করে । তারপরে আসে শান্তি ও ভ্রাতৃত্বের ধর্ম প্রচারকরা ; বর্তমান কেরলের ক্র্যাঙ্গানোরে ৬৩৬ খ্রিস্টাব্দে প্রথম মসজিদ নির্মিত হয়। অষ্টম শতাব্দীতে ইসলামের প্রথম সামরিক অভিযান হয় সিন্ধুতে। পরের প্রায় তিন শতাব্দী ধরে ভারতবর্ষের সঙ্গে মুসলিম বিশ্বের সম্পর্ক ছিল শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ। আবার সামরিক অভিযান হয় একাদশ শতাব্দীর শুরুতে। পরবর্তী দেড় শতাব্দী ইসলাম আধ্যাত্মিক অভিযান চালিয়ে সামরিক অভিযান শুরু করে দ্বাদশ শতাব্দীর শেষ পর্বে। অতঃপর ভারতবর্ষে ইসলাম সম্প্রসারিত হয় একাধারে সাংস্কৃতিক ও সামরিক সত্তা রূপে এবং ক্রমে ক্রমে ভারতীয় জীবনের অঙ্গীভূত হয়।

ইতিহাসের প্রাণ যেমন সত্য, যেমন বিজ্ঞানের। তবে ঐতিহাসিক আপন মূল্যবিচারকে ইতিহাসের সত্যের সঙ্গে যোগ করেন, ফলে ইতিহাসের রূপ পালটায়।

*ভারতে ইতিহাসের পাঠ্য বইগুলিতে লক্ষ করলে দেখা যায়---- সেগুলিতে থাকে সমুদ্রগুপ্তের জয়বাদ আর মাহমুদের পরিবাদ। এটা দুজনের জন্যে দু রকম মানদণ্ডের ব্যবহার কেন তা এই বই পড়লে আরও না ভেবে নিস্তার নেই।

নীলকান্ত শাস্ত্রী ও শ্রীনিবাসচারি প্রণীত Advanced History of India-তে লেখা হয়েছে যে অশোকের শিলালিপির উপরে উৎকীর্ণ হরিষেণের প্রশক্তি সমুদ্রগুপ্ত সম্বন্ধে বহু ঙ্গানের উৎস: This is a record of aggressive and bloodstained warfare engraved on the vacant space of the pillar in glaring contrast to Asoka's message of peace... the inscription is fairly complete and makes Samudra Gupta an invincible hero who returned to capital laden with loot from all the treasures of the south. Although there was no extension of territory in the south under Gupta rule, the raid caused enough unsettlement in South India.

আর ভারত বর্ষে গজনী সুলতানদের আক্রমণের বেপারে এই মন্তব্যটি : The impulse for the convulsion that burst upon India was given in the year A.D. 979 by Jaipal, the prince of Lahore in the Punjab, অতঃপর গজনীর প্রতি-আক্রমণের পালা। ফলে বিপর্যস্ত হয়ে পড়ে উত্তর ভারতের জীবনধারা যেমন একদা সমুদ্রগুপ্তের অভিযানের ফলে দক্ষিণ ভারতের জীবনের ছন্দ নষ্ট হয়েছিল।

এই বই ইতিহাসে বিশেষজ্ঞদের জন্যে নয়, ভারতবর্ষের ইতিহাসে ইসলামের আগমন ও তার থেকে উদ্ভূত প্রতিক্রিয়াগুলির বিষয়ে আগ্রহী পাঠকদের জন্যে এই বইটি নতুন এক দিকের পাঠ খুলে দিবে সামনে। সত্য আর মুসলিম শাসকদের উপর ভারতীয় ঐতিহাসিকদের

মিথ্যা বানোয়াট কিছু বিষয়ের জবাবও পেয়ে যাবেন পাঠক কুল। তাই অবশ্যই পাঠ্য এই বইটি। আর ধন্যবাদ কাজী রুম্মান ভাই কে বইটি পড়তে দেবার জন্য।

>>পিডিএফ আপাতত নেই, সামনে ফ্রি হলে দেব।

বিষয়: বিবিধ

১৩১৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File