দ্যা প্রিন্স
লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ০৩ ডিসেম্বর, ২০১৫, ০১:৫০:১৪ দুপুর
বইঃদ্য প্রিন্স
লেখকঃ নিকোলাই মেকিয়াভেলির
অনুবাদঃ বদিউর রজমান
প্রকাশনীঃমুক্তচিন্তা,আগষ্ট-১৫
মূল্যঃ ২৫০(১০০ টাকা)
প্রচ্ছদঃ তরুণ শিল্পী মুস্তাফিজ
বিশ্বখ্যাত দার্শনিক, রাজনীতিবিদ, কূটনীতিক, ইতিহাসবিদ এবং মানবতাবাদী লেখক মেকিয়াভেলির জন্ম ১৪৬৯ খ্রিস্টাব্দের ৩ মে ইতালির ফ্লোরেন্স নগরীতে । পুরো নাম নিকোলো ডি বার্নাডো ডে-ই মেকিয়াভেলি । ১৫২৭ খ্রিস্টাব্দের ২১ জুন ৫৮ বছর বয়সে ফ্লোরেন্সেই তার মৃত্যু হয় । তিনি ১৫০২ খ্রিস্টাব্দে মেরিয়েটা আইনবিদ ।
মেকিয়াভেলি ব্যাকরণ, অলঙ্কারশাস্ত্র এবং ল্যাটিন ভাষা-সাহিত্য অধ্যয়ন করেন । বলা হয়ে থাকে তিনি গ্রিক ভাষা পড়েননি । যদিও সেসময় ফ্লোরেন্স ছিল ইউরোপের গ্রিকপণ্ডিতদের মিলনকেন্দ্র।
১৪৯০ খ্রিস্টাব্দে মেডেসি পরিবারকে হটিয়ে ফ্লোরেন্স স্বাধীন হয়েছিল । এই মেডেসি পরিবার প্রায় ষাট বছর ফ্লোরেন্স শাসন করে । মেকিয়াভেলি ফ্লোরেন্সের দ্বিতীয় বিচারকের অধীনে চাকরিতে যোগ দেন । তিনি ফ্লোরেন্সের দাপ্তরিক নথিপত্র পুনলিখনের কাজ করেন । অল্পদিনের মধ্যেই তাকে প্রধান শাসকের সচিব নিয়োগ করা হয় । ষোড়শ শতকের প্রথম দশকে দেশের পক্ষে তিনি বহু কূটনৈতিক দায়িত্ব পালন করেন। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল ইতালির রোমে পোপের দায়িত্ব পালন । তিনি দেখেছেন সিজার বর্জিয়া এবং তার পিতা পোপ ষষ্ঠ আলেকজান্ডারের রাজ্য বিস্তার ও প্রশাসনের কঠিন নিষ্ঠুরতা । যারা মধ্য ইতালির অধিকাংশ ভূখণ্ড নিজেদের অধিকারে নিতে সক্ষম হয়েছিলেন । বর্জিয়া রাজ্যবিস্তারে গির্জার ভূমিকার পক্ষে সাফাই গেয়েছেন । দ্বাদশ লুইস এবং সেপনিস ফোর্টের দেয়া মৃত্যুদণ্ড মেকিয়াভেলিকে রাষ্ট্রশাসক সম্বন্ধে বিশেষ করে দ্য প্রিন্স গ্রন্থ রচনায় উদ্বুদ্ধ করে । ১৫০০ থেকে ১৫০৬ খ্রিস্টাব্দে ফ্লেরেনটাইন সেনা অভিযানে মেকিয়াভেলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি নিয়োগকৃত সেনাবাহিনীর উপর আস্থা না রেখে দেশের জনগণকে সেনাবাহিনীর সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্ব দিয়েছেন । তার বিশ্বাস নিয়োগকৃত সেনবাহিনী দেশের স্বার্থকে যতটা না গুরুত্ব দেয়, তার চেয়ে বেশি দেয় চাকরিকে । এতে তিনি স্বার্থকতাও অর্জন করেন। তার নেতৃত্বে ১৫০৯ খ্রিস্টাব্দে নাগরিক সেনারা পিসাকে পরাজিত করে । অবশ্য মেকিয়াভেলির এই পদ্ধতি দীর্ঘদিন স্থায়ী হয়নি । ১৫১২ খ্রিস্টাব্দে মেডেসি পোপ দ্বিতীয় জুলিয়াসের সহায়তায় স্প্যানিশ বাহিনী নিয়ে প্রোটোতে ফ্লোরেন্টিনেস দখল করে নেন । এই অভিজ্ঞতা মেকিয়াভেলিকে দেশের সেনাব্যবস্থা সম্বন্ধে লিখতে সহায়তা করে । এরপর ফ্লোরেনটিয়ান নগররাজ্য ধবংস হয়ে যায় । মেডেসি ১৫১২ খ্রিস্টাব্দে মেকিয়াভেলিকে তার পদ থেকে অপসারণ করেন । পরের বছর মেডেসি মেকিয়াভেলির বিরুদ্ধে ষড়যন্ত্র করে তার পরিবারকে ধ্বংসের অভিযোগ আনেন এবং তাকে বন্দি করেন । কারাগারে তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয় । তিনি তার বিরুদ্ধে উথাপিত অভিযোগ অস্বীকার করেন এবং তিন সপ্তাহ পর মুক্তি পান । এরপর রাজ্যের সকল কাজ থেকে অব্যহতি নিয়ে মেকিয়াভেলি জ্ঞানচর্চা এবং রাষ্ট্রীয় দর্শন ও রাষ্ট্রপ্রশাসন নিয়ে গ্রন্থ রচনায় মন দেন । ক্রমে তিনি দার্শনিক চিন্তাবিদ হিসেবে খ্যাতি অর্জন করেন । রাজ্যশাসনব্যবস্থায় তার বাস্তব অভিজ্ঞতা নিয়ে বহু নাটক রচনা করে ফ্লোরেন্সের বিদ্যোৎসাহী মহলে তিনি স্থায়ী আসন করে নেন । এগুলো ঠিক রাজনৈতিক নাটক না-হলেও রাজনীতিসম্পৃক্ত বলে বেশ জনপ্রিয়তা লাভ করে । তারপরও রাজনীতি বিষয়ক গ্রন্থ রচনাই মূখ্য বিষয় হয়ে উঠে । ১৫২৭ খ্রিস্টাব্দে মেকিয়াভেলির মৃত্যু হলে ফ্লোরেন্সের সান্তাক্রোজে তাকে সমাহিত করা হয় । এবং সেখানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয় । মেকিয়াভেলির রাজনৈতিক ইতিহাসভিত্তিক রচনার সংখ্যা এগারোটি । এর মধ্যে দ্য প্রিন্স অন্যতম । দ্য প্রিন্স প্রথম প্রকাশিত হয়েছিল মেকিয়াভেলির মৃত্যুর পাচ বছর পর ১৫৩২ খ্রিস্টাব্দে । ১৫৫৯ খ্রিস্টাব্দে মেকিয়াভেলির রচনাসমূহ নিষিদ্ধ গ্রন্থতালিকাভুক্ত হয় । এর আশি বছর পর দ্য প্রিন্স এর ইংরেজি অনুবাদ প্রকাশিত হয় ১৬৪০ খ্রিস্টাব্দে । অনুবাদ ও প্রকাশ করেন এডওয়ার্ড ড্যাররেস । এরপর ক্রমে দ্য প্রিন্স বিশ্বময় ছড়িয়ে পড়ে । হতে থাকে অনুবাদের পর অনুবাদ । অনূদিত হয় নানা ভাষায় ৷ হয়ে উঠে রাষ্ট্রবিজ্ঞান চর্চার অন্যতম আকর গ্রন্থ । এই গ্রন্থের ওপর ভিত্তি করে সৃষ্টি হয় নতুন রাজ্যশাসনতন্ত্র, মেকিয়াভেলিবাদ । সৃষ্টি হয়েছে নতুন শব্দ 'মেকিয়াভেলিয়ান (Machiavellian) । শব্দটির বাংলা অর্থ করা হয়েছে রাজনীতিতে ন্যায় অন্যায় বিচারশূন্য কৌশলী ধূর্ত; ফ্লোরেন্সের রাষ্ট্রনীতিবিদ ম্যাকিয়াভেলির অনুকম্পাকারী । (Samsad English-Bengali Dictionary, 2007 p.653) NR SIGURETÉ এডভান্স ডিকশনারি অর্থ করেছে এভাবে : Machiavellian (adj) using clever plans to achieve what you want, without people realizing what you are doing SYN CUNNING UNSCRUPULOUS. From the name of Niccolo Machiavelli, an Italian politician (1469–1527), who explained in his book The Prince, that it was often necessary for rulers to use immoral methods in order to achieve power and success. (Seventh Edition 2000 p. 922)
দ্য প্রিন্স থেকে সৃষ্ট মেকিয়াভেলিয়ান শব্দটির এই আভিধানিক অর্থের মধ্যেই এর অন্তর্নিহিত ভাববৈশিষ্ট উজ্জ্বল হয়ে উঠেছে।
দ্য প্রিন্স এর চারটি ইংরেজি অনুবাদ রয়েছে। অনুবাদকরা হলেন–জর্জ বুল (পেঙ্গুইন, ১৯৬১) পিটার বনডানেলা ও মার্ক মুসা যৌথ (অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, নিউইয়র্ক, ১৯৮৪), ডবি-উ কে. ম্যরিয়ট (নেট থেকে পাওয়া) এবং সি ই ডেটমল্ড (রূপা: ২০০৩) । বর্তমান বাংলা অনুবাদে শেষের অর্থাৎ সি ই ডেটমল্ড-কেই অনুসরণ করা হয়েছে। কেবল আক্ষরিক অনুবাদ নয়, বিষয়টিকে যথাসাধ্য বোধগম্য করার উদ্দেশ্যে সরলিকরণ করার চেষ্টা করা হয়েছে। যা পাঠককে আকর্ষণ করতে পারে সহজেই । অনুবাদের বাড়তি সংযোজন এর টীকাভাষ্য । গ্রন্থে উল্লেখিত ব্যক্তিবিশেষের অতি সংক্ষিপ্ত পরিচিতি জুড়ে দেয়া হয়েছে অনুসন্ধিৎসু পাঠকের আগ্রহের দিকে লক্ষ রেখে । দ্য প্রিন্স-এর একাধিক বাংলা অনুবাদ প্রচলিত থাকার পরও এটিই শ্রেষ্ঠ বলে মনে হয়েছে।
বিষয়: বিবিধ
২৫০৮ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন