রাহবার সিরিজ --বিধবস্ত প্রাত্তর
লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ২১ নভেম্বর, ২০১৫, ০৯:২১:৪৭ সকাল
বই:রাহবার সিরিজ(বিধবস্ত প্রাত্তর)
লেখক:নাজমুস সায়াদাত
আল রাজী।
পচিশ বছরের যুবক। স্বাধীন মাতৃভূমিতে যার ছিল অবারিত বিচরন। আজ সেই স্বাধীন মাতৃভূমি, পরাধীন। মুসলিম অধুষিত এই দেশটির নাম রাবিয়াত । সন্ত্রাসী সংগঠন ‘ফ্যান্টম টাইগার একদিন গ্রাস করে নিল গোটা "রাবিয়াত’ । যার প্রতিটি থাবায় নিস্পেষিত
হলো জনপদ। যার বোমার প্রতিটি আঘাতে বিধ্বস্ত হলো রাবিয়াতের প্রতিটি প্রান্তর। পরাধীন মাতৃভূমিকে স্বাধীন করতে হুজুর মেহেদী হাসানের নেতৃত্ব গড়ে উঠল, অস্তিত্ব টিকে রাখার দল - মুজাহিদ বাহিনী। সেই ফ্যান্টম টাইগারের হাতে শহীদ হলেন হুজুর মেহেদী হাসান । যিনি ছিলেন আল বাজীর রাহবার। যিনি দিশা দিয়েছিলেন তাকে একটি আদর্শিক আন্দোলনে নেতৃত্ব দেবার জন্য। হুজুরকে হত্যা করে "ফ্যান্টম টাইগার বন্দি করল আল রাজীকে। হুজুর কন্যা মেহজাবিনও বন্দি হল এ সময়। তারপর
তারপর শুরু হলো দ্বন্দ্ব সংঘাত।এ এক অন্যরকম হৃদয়স্পশী সংঘাত।
এ লড়াইয়ের একদিকে তথাকথিত মডার্ণ সিভিলাইজেশনের মরনাস্ত্রগুলোর ভয়ংকর ঝনঝনানী তথ্য-প্রযুক্তির সায়েন্স ফিকশন সমৃদ্ধ গোলকধাঁধার ছদ্মাবরণে- নব্য ক্রুসেড অপরদিকে- আল কোরআনের ঐশী আহবান । . . . কে বিজয়ী হয় -
ইসলাম, নাকি তথাকথিত মডার্ণ সিভিলাইজেশন? নাকি এক অকল্পনীয় সমন্বয় হয়, এ দুই দিগন্তের? আল রাজীর অস্ত্র ধরা হাতেই গড়ে উঠে যার সেতু-বন্ধন । এ সেই কাহিনী –
যা নিমিষেই দিয়ে যায়
এক অজানা শিহরণ!
অনিয়ন্ত্রিত স্পন্দন!! আর অনুভূতির অণুরনণ...!!!
বিষয়: বিবিধ
১৮৮১ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন