আরজে হয়ে উঠা

লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ১২ অক্টোবর, ২০১৫, ১০:২০:৫২ রাত



বইঃ আরজে হয়ে উঠা( আমার করা ৩৫তম HQ পিডিএফ)

লেখকঃ আরজে নীরব

মূল্যঃ ১০০টাকা( কিনা ৫ টাকা)

লিংকঃ http://www.pdf-archive.com/2015/10/12/rj-hoye-utha-1/

এইতো সেদিন এফএম বিপ্লবটা ঘটল সুরের অনুরণন কম্পিত করছে লাখেকোটি তরুণের মন তারই পরিপ্রেক্ষিতে রেডিও যেমন এখন সবার কাছের এবং প্রিয় তেমনি রেডিও জকি বা আরজে হওয়া ও অগণিত কিশোর-তরুণের স্বপ্ন , সেই স্বপ্নের বারুদে একটু আগুন দেবার প্রয়াস বাংলাদেশে এটাই আরজে এবং এফএম বিষয়ক প্রথম বই ।...

>>আরজে বা রেডিও জকি কী?

রেডিও অনুষ্ঠানের সঞ্চালকদের আরজে বা রেডিও জকি বলা হয়। তরুণদের কাছে এই আরজেরা দারুণ জনপ্রিয়। নির্দিষ্ট সময়ে নানান অনুষ্ঠান নিয়ে হাজির হন এসব আরজে। পছন্দের গান, কথা আর আড্ডাবাজি নিয়ে মাতিয়ে তোলেন শ্রোতাদের। আমাদের দেশের এফএম রেডিওর সংস্কৃতি অবশ্য খুব পুরনো নয়। যদিও সারা পৃথিবীতে অনেক আগে থেকেই চলে আসছে এমএম রেডিও। বাংলাদেশের প্রথম এফএম রেডিও রেডিও টুডে। এরপর একের পর এক আসতে শুরু করে বেশ কয়েকটা স্টেশন। সম্প্রতি সংযোজন হচ্ছে এইচডি রেডিও স্টেশন।

দিন দিন উন্নত হচ্ছে প্রযুক্তি আর এর ঢেউ এসে পড়ছে রেডিওতে। আমাদের দেশে রেডিও শোনার সংস্কৃতি কিন্তু বেশ পুরনো। আমাদের মহান মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র তথা রেডিওর রয়েছে দারুণ এক গৌরবোজ্জ্বল ভূমিকা। অবশ্য বর্তমান সময়ে এসে শহরের তরুণরা দারুণভাবে আকৃষ্ট হয়েছে এফএম-এর প্রতি। এফএম রেডিও তাদের এ দিকে ফিরিয়ে এনেছে বলা চলে। দেশের শিল্প-সংস্কৃতিতে তরুণদের সম্পৃক্ত করতে রেডিও অবদান অসামান্য।

বর্তমানে বাংলাদেশে প্রায় ৩১টি এফএম রেডিও স্টেশন রয়েছে। এর মধ্যে এবিসি রেডিও, রেডিও টুডে, রেডিও আমার, রেডিও ফুর্তি, পিপলস রেডিও, ঢাকা এফএম এবং সিটি এফএম অন্যতম। এছাড়াও কিছু এফএম রেডিও তাদের কার্যক্রম চালু করার লাইসেন্স পেয়েছে এবং অন এয়ারের অপেক্ষায় রয়েছে। তবে এফএম-এর পাশাপাশি এখন কিছু অনলাইন রেডিও যুক্ত হয়েছে এই কাতারে। খুবই স্বল্প খরচে এসব অনলাইন রেডিও প্রতিষ্ঠা করা সম্ভব বিধায় তরুণরাও ঝুঁকছে এসব অনলাইন রেডিও প্রতিষ্ঠা করতে। অনুষ্ঠানের পাশাপাশি এসব স্টেশনে নিয়মিত প্রচার করা হয় সংবাদ এবং ট্রাফিক আপডেট।

বেশিরভাগ ক্ষেত্রেই এসব স্টেশনে আরজে হিসেবে কাজ করছেন এই তরুণ প্রজন্মই। অনেকেই আবার পড়াশোনার পাশাপাশি করছেন আরজের চাকরি। অনেক শ্রোতাই নিজেদের আরজে হিসেবে দেখতে চান। এই পেশায় রয়েছে তারকা খ্যাতির হাতছানি। এক কথায় অনেক তরুণের এখন স্বপ্নই আরজে হওয়া; যেমন আর দশটা তরুণ স্বপ্ন দেখেন ডাক্তার-ইঞ্জিনিয়ার কিংবা সাংবাদিক হওয়ার।

কয়েক বছর আগেও কেউ ধারণা করতে পারেনি দ্রুত পরিবর্তনশীল বিশ্বে দেশে রেডিও জনপ্রিয়তা অর্জন করবে। অনেক আগে রেডিওর প্রচলন থাকলেও দেশে প্রতিষ্ঠিত এফএম রেডিও নাগরিক জীবনে এনেছে নতুন গতি। নানা অনুষ্ঠান এবং উপস্থাপনের ভিন্নতা দ্রুত শ্রোতাপ্রিয় করে তোলে এইসব রেডিও স্টেশনকে। বর্তমানে এফএম রেডিওর আরজেরা শ্রোতাদের কাছে তুমুল জনপ্রিয়। শুধু বৈচিত্র্যপূর্ণ উপস্থাপনা নয় বরং শ্রোতাদের সঙ্গে একাত্ম হয়ে অনুষ্ঠান উপস্থাপনের মাধ্যমে তারুণ্যের কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে রেডিও জকিরা। তারুণ্যপ্রিয় এই পেশার প্রতি দিন দিন বৃদ্ধি পেয়ে চলেছে তরুণ প্রজন্মের কৌতূহল। রেডিও জকি হিসেবে ক্যারিয়ার শুরু করতে আগ্রহী তরুণ-তরুণীর সংখ্যাও ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। রেডিও জকি কথাটি বর্তমানে বহুলভাবে প্রচলিত হলেও কয়েক বছর আগেও এই পেশাটি আমাদের দেশে তেমন পরিচিত ছিল না। দেশে মূলত বেসরকারি পর্যায়ে প্রতিষ্ঠিত রেডিও স্টেশনে রেডিও জকিদের কাজের চাহিদা রয়েছে।

**পরের কথা:

উন্নত দেশের মত বাংলাদেশে এফ.এম রেডিওর প্রচলনকে আমরা স্বাগত জানাই। কিন্তু সেটার ওপর বিচক্ষণ নজরদারি না রাখাকে আমি ভালো দৃষ্টিতে দেখতে পারি না।

ঢাকার এফ.এম রেডিওর আরজে বা উপস্থাপকদের ভাষা প্রয়োগ, শব্দ চয়ন, প্রক্ষেপন এবং ভাষার ব্যবহার সম্পের্কে কম বেশি সবারই জানা আছে।

এদের অনেকেই কথায় কথায় ইংলিশ শব্দ ইউজ করে। যা এমোন শ্রুতিকটু যে শুনতে বিরক্ত লাগে।

এ ছাড়া আছে বিরক্তিকর রাতের নানা অনুষ্ঠানগুলো এমন বিভ্রান্ত ও বিব্রতকর।

যার বৃহৎ অংশই তরুণ এবং সিংহভাগ ইন্টারমিডিয়েট পড়ুয়া শিক্ষার্থী। কিয়ৎ অংশ আছে অনার্স ১ম ও দ্বিতীয় বর্ষের শিক্ষর্থী।

** “ সেদিন এক অনুষ্ঠানে ছেলে আরজে মেয়ে আরজের সাথে গল্প করছে। ছেলে আরজে মেয়ে আরজে কে বললেন, তোমর পরনে জামা আমার পরনে প্যান্ট। তুমি চাইলে খুলতে পারো আই কান্ট।”

* * এক অনুষ্ঠানে মধ্যরাতে আরজে হাঙ্গামা এবং মিষ্টিখান দুজনে কথোপকথন এতোসব বাজে কথা বলছিল, যা বন্ধুমহলে আড্ডার আসরে তা প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহৃত হলেও গণমাধ্যমে তা গ্রহণযোগ্য নয়।

সে অনুষ্ঠানে গাজীপুর থেকে কুমু নামে এক মেয়ে এসএমএস করেছেন। আরজে মিষ্টিখান সে এসএমএস পড়ে মাত্রাতিরিক্ত উত্তেজিত হয়ে যৌন ইমোশন দিয়ে বললেন, কুমু তোমাকে দিলাম আমি ওয়ু…..ওয়ু……। ছেলে আরজে হাঙ্গামা মেয়ে আরজে মিষ্টিখানের কথা কেড়ে নিয়ে খুব তড়িগড়ি করে বললেন, কুমু তোমাকে দিব আমি চুমু….।

আর এসব অনুষ্ঠানেরই প্রতিদিন পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে আমার দেশের জ্ঞানী-গুনী, ধণিক শ্রেণির কথিত বুদ্ধিজীবীরা।

তার মানে এই নয় যে এফ.এম রেডিওর সব আরজে এবং অনুষ্ঠানের এই কলঙ্কজনক অবস্থা।

এখনো সপ্তাহান্তে কান পেতে থাকেন সব শ্রেণির ও সব পেশার লক্ষ-লক্ষ মানুষ কিছু অনুষ্ঠান শোনার আশায়, কাঙ্খিত আরজের শব্দচয়ন ও নান্দনিক ভাষায়। যা মিস হলে মনে হয় সত্যিই যেন কিছু একটা এ সপ্তাহে মিস করা হলো।

বিষয়: বিবিধ

১৪১২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

345442
১২ অক্টোবর ২০১৫ রাত ১০:৪৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আর জে দের ভাষা বিষয়ে আমার খু্বই বিরক্তি ও আপত্তি আছে। যেখানে প্রয়োজন নাই সেখানে পরিভাষা ব্যবহার করে আর প্রয়োজন ছাড়াই ভুল উচ্চারনে ইংরেজি বলে।
345454
১২ অক্টোবর ২০১৫ রাত ১১:২০
অবাক মুসাফীর লিখেছেন : 5 taka?!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File