সতীকান্ত গুহ ও ইতিহাসে নেই
লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ০৭ মার্চ, ২০১৫, ০১:০৮:০৭ রাত
সতীকান্ত গুহ ও ইতিহাসে নেই
*************************
>সতীকান্ত গুহ (১৯১০-১৯৯১) সম্পর্কে বিশেষ কিছু জানাতে পারছিনা। কোথাও কোন তথ্য নেই।
>তবে তিনি ও তার স্ত্রী প্রীতিলতা গুহ মিলে ১৯৫৪ সালের ১লা এপ্রিল কলকাতায় সাউথ পয়েন্ট স্কুল প্রতিষ্ঠা করেন।
>অমরলতা ’ উপন্যাসে সতীকান্ত গুহ শুনিয়েছেন দুর্দান্ত জলদস্যুদের কাহিনী। এটি সমাজের সাধারণ মানুষের বীরত্বের কাহিনী। ‘
> সতীকান্ত গুহ-- নাট্যকার (নাটক) এর জন্য ১৯৭৬ সালে রবীন্দ্র পুরুষ্কার পেয়েছেন।
>'অপরূপ কথা” তার আর একটি রচনা।
>> তিনিই বাঙলা সাহিত্যে প্রথম কিশোর বোম্বেটে কাহিনী লেখক।
>> তিনি তার প্রথম উপন্যাস “অমরলতা” ধারাবাহিক ভাবে লিখেন( লুপ্ত) রংমশাল পত্রিকায়।
এবার যে জন্য এই পোস্ট সেই বিষয়ে কথা লিখি। কদিন আগে নীলক্ষেত হতে তার অসামান্য কিশোর বোম্বেটে কাহিনী নিয়ে লিখা বই---- ইতিহাসে নেই---- বইটি কিনেছিলাম।
আর আমার এক ঝোঁক (অপরিচিত) কোন লেখকের বই কিনলে আগে তার কুষ্ঠি সম্পর্কে জেনে নিই। তার পর বই পড়া আরম্ভ করি।
বইটি পড়া শুরু করিব,তাই লেখক ও বই সম্পর্কে আপনাদের সঙ্গে শেয়ার করলুম নিজের অনুভূতি।
>> বিঃদ্রঃ বোম্বেটে—থ্রিলার ।
বিষয়: বিবিধ
৯৪০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই বইটা কয়েকবার দেখেছি কিন্তু পড়া হয়নি।
মন্তব্য করতে লগইন করুন