প্রাণী পোড়ানোর শরয়ি বিধান
লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ০৪ ফেব্রুয়ারি, ২০১৫, ১২:৫৫:০৫ রাত
***প্রাণী পোড়ানোর শরয়ি বিধান***
******---------------*************
হত্যা যেভাবেই করা হোক, এটা যে কতটুকু কষ্টদায়ক তা ভুক্তভোগী ছাড়া কেউ বলতে পারবে না। আর জীবন্ত জ্বলেপুড়ে মরা কী পরিমাণ যন্ত্রণাদায়ক, তা প্রকাশের ভাষাও কোনো মানব-মানবীর পক্ষে খুঁজে বের করা সম্ভব নয়। ইসলাম তো বিষাক্ত সাপ-বিচ্ছু ও কীটপতঙ্গকেও পুড়িয়ে মারতে বারণ করে
১.এক হাদিসে বর্ণিত আছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পিপীলিকার একটি বসতি পিপীলিকাসহ পোড়ানো দেখে জিজ্ঞেস করলেন, কারা পিঁপড়ার বসতিকে জ্বালিয়ে দিয়েছে? সাহাবায়ে কেরাম আরজ করলেন, আমরা। এতদ্শ্রবণে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আল্লাহ ছাড়া অন্য কারো জন্য আগুন দ্বারা কাউকে শাস্তি প্রদান করা অবৈধ।’ (আবু দাউদ হা. ২৬৭৫)
২.অন্য এক হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, ‘একমাত্র আগুনের সৃষ্টিকর্তাই আগুন দ্বারা কাউকে শাস্তি দিতে পারেন।’ (আবু দাউদ হা. ২৬৭৩)
৩.আরেক হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, ‘যে জিনিস দ্বারা (আগুন) স্বয়ং আল্লাহ শাস্তি প্রদান করবেন, তা দ্বারা তোমরা কাউকে শাস্তি প্রদান করো না।’ (বুখারি হা. ৩০১৭)
****আজ হঠাত ঘরে খুব মশা। আর তা হতে পরিত্রান পেতে চাইনার মেজিক ব্যাট ব্যবহার করে সুপার মেনের মত চাই চাই করে মশাদের মারিয়া ফেলাইতেছি। আর ব্যাটের নেটের বিদ্যুতের সংগে স্পার্ক করে পুড়ে মারা যাচ্ছে।
আমার প্রশ্ন এটি কি উপরের হাদিস গুলির বিপরিত কাজ করছি না আমরা। তা হলে এই ব্যাট ব্যবহার করা হতে বিরত থাকা উচিত কি না?
বিষয়: বিবিধ
১৩৮৫ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
একমত ।
মন্তব্য করতে লগইন করুন