পুরাতন বই ও এর বাঁধায়

লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ১৯ ডিসেম্বর, ২০১৪, ০৭:৪২:৩৯ সন্ধ্যা

পুরাতন বই ও এর বাঁধায়



আমার বাইন্ডিং করা বই

পুরাতন হয়ে গেলেই বইকে বাতিল করে দেবার রেওয়াজ আমাদের পাঠক সমাজে নেই বললেই চলে। আর এই জন্য তাদের টুটা/ ছেড়া/ খুলে যাওয়া বইকে আবার একবার আগের রুপে ফিরে পেতে চান। আর এই জন্য অনেকে নিজেরায় বা বই বাঁধায় কারিদের নিকট সেটি পাঠিয়ে দেন। আর এই বই বাঁধায় করে অনেকে জীবিকা নির্বাহ করেন তাও এক তাজ্জব ব্যাপার।

এ কাজে আমারও বেশ দক্ষতা আছে তা না বলেও পারা যায় না। আর আমার এই দক্ষ হয়ে উঠার পেছেনে বড় কারন পুরাতন বইয়ের সঙ্গে আমার সখত্যা।আমাদের মত মধ্যবিত্তদের নতুন বই কিনে পড়া যেমন আমাদের সাধ্যের বাইরে, তেমনি বই না পড়ে থাকাও সম্ভব না। তাই আমাদের কাছে আকর্ষণীয় প্লাটফর্ম পুরাতন বই এর দোকান আর কাগজের দোকানের পুরান বই। এ যেন সাধ্যের মধ্যে এক অফুরান্ত বই এর ভান্ডার। আর এই বই গুলি কিনা যেত অনেক কম মুল্যে। আর একটু ছেড়া বা বাঁধায় খোলা হলে তো কথায় নাই কিনা যেত জলের দামে নাম মাত্র মুল্য।

(>> সেদিন ঢাকা বাসাবোতে ৫কেজি বই কিনেছি মাত্র ১০০ টাকায়। যদিও বই গুলি ছিল সব পুরাতন লেখকদের লিখা। বাঁধায় খোলা। বই ছিল ৪০ টা)

এই বইগুলি বাঁধায় করার জন্য প্রয়োজনীয় কিছু জিনিস আপনার প্রয়োজন। এই সব জিনিস আপনার কাছে থাকলে আপনি সহজেই যে কোন অবস্থা খারাপ বই নিজে নিজেই চটজলদি ঠিক করে ফেলতে পারবেন।

১। আঠা/ আইকা/গাম



২। কেঁচি



৩। সুতা



৪।স্কচ টেপ



৫। হাতুড়ি



৬। ফুটা করার বিশেষ যন্ত্র



৭।ট্যাকা



৮। এন্ট্রি কাটার



১। আঠা/ আইকা/গামঃ বই এর পাতা বা কাভার ছেড়া থাকলে খুব সহজেই আঠা/ আইকা/গাম সাহায্য খুব সহজে তা আটকাতে সাহায্য করবে এই সব আঠা । আইকা/গাম পবেন যে কোন বই বা হাডোয়ার দোকানে।

>> আঠাঃ এটি খুব সস্তায় বাড়িতে বানানো যায়। তবে একটু ঝামেলা পূর্ণ হওয়ায় সকলে এড়িয়ে চলে। কিন্তু বই বাঁধায় করেন যারা তাঁরা কিন্তু সকলে এই বানানো আঠার উপর সম্পূর্ণ নির্ভরশীল। তবে আসুন একপলক দেখে নিই এই আঠা বানানোর রেসিপি।

>উপকরণঃ পাত্র, গমের ময়দা, পানি ও তুতে ।

>প্রস্তুত প্রণালিঃ প্রথমে পরিমাণ মত ময়দা নিয়ে তাতে অল্প তুতে ও পরিমাণ মত পানি মিশিয়ে( রুটি বানানোর মত খমির প্রস্তুত করতে যত টুকু পানি লাগে) তা আগুনে জ্বাল দিয়ে ময়দাকে সেদ্ধ করতে হবে ঠিক রুটি বানানোর খমিরের মত হয় যেন। সেদ্ধ হয়ে গেলে তা ঠাণ্ডা করতে রেখে দিতে হবে। ঠাণ্ডা হয়ে গেলে তা আঠা হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত। আঠা গুলি কিছুটা বেগুনি/ নীল দেখাবে তুঁতের কারনে।

এবার একটা বাটিতে করে নিয়ে প্রয়োজন মত পানি মিশিয়ে আঠার ঘনত্ব বাড়িয়ে কমিয়ে তা ব্যবহার করতে হয়।

২। কেঁচিঃ এটি বই ঠিক করার জন্য আর একটি প্রয়োজনীয় ঘরোয়া অস্ত্র। এর সাহায্যে বই এর পাতা কেটে বা আঠা দিয়ে এক্সটা লাগানো কাগজ কেটে সমান করতে ও বই সেলাই করে সুতা কাটার ক্ষেত্রে ব্যবহার করা হয়।

৮। এন্ট্রি কাটারঃ খুব কাজের একটা অস্ত্র। সুতা কাটার থেকে যে কোন কাগজ সমান ও মসৃণ ভাবে কাটতে এর জুড়ি মেলা ভার।

৩। সুতাঃ বই সেলাই করার জন্য সাদা/লাল রঙের এক ধরনের সুতা ব্যবহার করা হয়।

৪।স্কচ টেপঃ বই এর পাতা ঠিক করতে/ছেড়া/ফাটা জোড়া দিতে সাদা স্কচ টেপ ব্যবহার করা হয়।

৫। হাতুড়িঃ বই সেলাই করার জন্য বই ফুটা করতে ছুঁচালো যন্ত্রে বাড়ি দিতে এটি ব্যবহার করা হয়।

৬। ফুটা করার বিশেষ যন্ত্রঃ এটি লোহার তৈরি ছুঁচালো যন্ত্র। এর উপরে বাড়ি মেরে বই ফুটা করা হয়।

৭।ট্যাকাঃ ট্যাকা দু ভাবে ব্যবহার করা হ্য,চিকন বই গুলি সেলাই করতে সরাসরি এটি দিয়ে ফুটা করে সেলাই কাজ চালানো হয়। আর মোটা বই এ ফুটা করে নিয়ে সেলাই করতে এটি ব্যবহার করা হয়।

তাই শিখে রাখুন বই বাঁধায় করার প্রক্রিয়া। আর সুন্দর থাকুক বই। আর পড়ুন বই।



বিষয়: বিবিধ

১৬২২ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

295784
১৯ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:৩৬
হতভাগা লিখেছেন : ধন্যবাদ
১৯ ডিসেম্বর ২০১৪ রাত ১০:০৭
239290
গোলাম মাওলা লিখেছেন : Good Luck Good Luck
295822
১৯ ডিসেম্বর ২০১৪ রাত ১০:৫১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এন্ট্রি কাটার নয় ভাই!! এন টি কাটার।

বেশি ছিড়ে যাওয়া বই অভিজ্ঞদের দেওয়াই ভাল না হলে অনেক সময় পাতা ফুটো করতে গিয়ে নষ্ট হয়ে যায়।
২৩ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:০৪
240182
গোলাম মাওলা লিখেছেন : Good Luck Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File