বই রিভিউঃ মোহন
লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ১৬ ডিসেম্বর, ২০১৪, ১০:১০:৪৪ রাত
বই রিভিউঃ মোহন
প্রথমে আসুন পরিচয় হয়ে নিই দস্যু মোহন এর সঙ্গে।
দস্যু মোহন জননন্দিত একজন দস্যু। নানা উপায়ে বদমাশ বিত্তশালীদের অর্থ লুণ্ঠন করে গরিব মানুষের কাছে বিলানো ও সমাজহিতৈষী কাজকর্মে দস্যু মোহনের সংযোগ ।(কিছুটা দস্যু বনহুর এর কপি বলা যায় অথবা রবিন হুডের কিছুটা বাংলা সংস্করণ।) সেই একই রুপ ভিন্ন ভাবে। তার তথাকথিত কাজের ধরন ছিল বুদ্ধিদীপ্ত ও কৌশলী।তার কাজই হল মানুষের উপকার।আর অবশ্য তা গরিব মানুষের জন্য।
>>এ সিরিজের (২০৬) দুইশ ছয়টি বই প্রকাশিত হয়।
১।মোহন
২।কারাগারে মোহন
৩। মোহন ও রমা
৪।রমার বিয়ে
৫।আবার মোহান
৬।রমা হারা মোহন
৭।নাগরিক মোহন
৮।মোহনের জার্মানী অভিযান
৯।মোহনের অজ্ঞাতাবাস
১০।ব্যবসায়ি মোহন
১১। নারী ত্রাতা মোহন
১২।ব্রক্ষ-সিমান্তে মোহন
১৩।মুখোস মোহন
১৪।মহনের তূর্যনাদ
১৫। মোহন ও জল্লাদ
১৬।দস্যু মোহন
১৭।মোহন ও স্বপন
১৮।মোহান্ত দমনে মোহন
১৯। স্বপ্নের সীমান্ত সংঘর্ষ
২০।গেস্টাপো যুদ্ধে মোহন
২১।নেতা মোহন
২২। মোহনের প্রথম অভিযান
২৩। মোহন ও পঞ্চমবাহিনী
২৪।ফাসির মঞ্চে মোহন
২৫।রমার দাবি
২৬।মোহন ও গুপ্ত শাসক
২৭।মোহনের প্রতিদ্বন্দ্বী
২৮।বার্লিনে মোহন
২৯। স্বপন ও দস্যু
৩০। বন্ধু মোহন
৩১। মোহন ও হুই
৩২। তরুণ মোহন
৩৩। জার্মান ষড়যন্ত্রে
৩৪। ছদ্মবেশী মোহন
৩৫। স্বপ্নের ব্রক্ষ অভিযান
৩৬। রাজ্যেশ্বর স্বপন
৩৭।মোহনের অভিনয়
৩৮। নিশা গ্রামে মোহন
৩৯। মোহন চপলা সংঘর্ষ
৪০।মোহনের অনুরাগ
৪১। প্রিয় মোহন
৪২। সর্বঞ্চ মোহন
৪৩। মোহন তিন শত্রু
৪৪। ত্রয়ী যুদ্ধে মোহন
৪৫।অফিসার মোহন
৪৬। স্বপনের অ্যাডভেঞ্চার
৪৭।মোহনের প্রতিদান
৪৮। নবরূপে মোহন
৪৯।মোহনের নতুন অভিযান
৫০। ত্রাতা মোহন ( আমার কাছে থাকা এলমাত্র হার্ড কপি)
>>এক সময় খুব জনপ্রিয় এই বই এর এই জনপ্রিয়তা কে কাজে লাগিয়ে দস্যু মোহন চলচ্চিত্রে রূপায়িত হয়। সুদর্শন অভিনেতা প্রদীপ কুমার দস্যু মোহন চরিত্রে অভিনয় করে নন্দিত হন।
>> লেখক পরিচিতিঃ
শশধর দত্ত হুগলী জেলার আরামবাগ থানার অন্তর্গত হরাদিত্য (সমিতি) গ্রামে ১৯০১ সালে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম উপেন্দ্রনাথ দত্ত এবং মাতার নাম সেখর বালা দেবী।
তিনি সংবাদ পত্রের চাকরি দিয়ে জীবন শুরু করেন। আর তার সুবাদে ভারতের বিভিন্ন স্থানে ভ্রমণ করেন তিনি । আর তার লিখায় সেই সব স্থানের নিখুঁত বর্ণনা ফুটিয়ে তুলেছেন তিনি। দস্যু মোহন কে নিয়ে ২০৬ টি বই লিখেছেন।
>>এবার প্রথম বই মোহন এর রিভিউঃ
গল্পের প্রথমে দস্যু মোহনকে দেখি কলকাতার চিত্তরঞ্জন এভিনিউ এর এক বাড়িতে সোফায় বসিয়া পত্রিকা পড়িতে।আর এখান হতেই গল্পের শুরু।
পত্রিকায় একটি সংবাদ যা পড়ে মোহন রুষ্ট হয়ে উঠে ।
*বিণানগরের বিখ্যাত বিপত্নীক ধনী জমিদার নীলরতন ৭৫ বছর বয়সে তার তালুকের এক ক্ষুদ্র কৃষকের ১৫ বছরের মেয়েকে বিয়ে করতে যাচ্ছেন। এই নিয়ে সেই এলাকার জুব সমাজ মিছিল মিটিং করলেও তিনি তার সঙ্কল্প হতে এক পা পিছিয়ে যেতে নারাজ।
সংবাদ পড়ে মোহন জমিদারকে কড়াভাষায় এক চিঠি লিখে। চিঠিতে জমিদারকে সেই মেয়েকে বিয়ে না করার জন্য বলা হয় এবং তার কথা অমান্য করলে বিয়ের আগের রাতে তাকে হত্য করা হবে বলে মোহন হুমকি দেয়।
জমিদার চিঠি পেয়ে ক্ষেপে গিয়ে স্থানিয় পুলিশের সাহায্য চায়। আর স্থানীয় পুলিশ মোহনকে ধরতে কলকাতার পুলিশের ।
বিশিষ্ট গোয়েন্দা মিঃ স্যানিয়েল দস্যু মোহনকে ধরতে পাড়ি জমান *বিণানগরে। কিন্তু তিনি ট্রেনে কিডন্যাপ হন দস্যু মোহন কর্তৃক। তার বেশে মোহন সেখানে সাক্ষাত করে বৃদ্ধ জমিদারের সঙ্গে। আবারো সাবধান করতে বোমা রেখে বৃদ্ধ জমিদার কে ভয় দেখান।
কিন্তু কোন কিছুই ঠেকিয়ে রাখতে পারেনা জমিদারকে। নির্দিষ্ট ২০ শে বৈশাখ যেদিন বিবাহ।আর তাকে রক্ষা করতে আগের রাত্র কলকাতার বিশিষ্ট পুলিশ গোয়েন্দা মিঃ স্যানিয়েল এক ঝাঁক পুলিশ ফোরস নিয়ে জমিদার নীলরতন এর পাহারায় নিযুক্ত হন।
মোহন কি তার কথা রাখতে পারবে?
বাঁচাতে পারবে কি সেই অসহায় মেয়েকে বৃদ্ধ জমিদারের লালসার হাত হতে। জানতে হলে পড়তে হবে দস্যু মোহন সিরিজের প্রথম বই ** মোহন**
বিষয়: বিবিধ
১৩৪১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দস্যু মোহন সিরিজ খুবই জনপ্রিয় হলেও স্বাভাবিক ভাবেই কালতির্ন হয়নি। তুলনায় দস্যু বনহুর সিরিজ এখনও অনেক আকর্ষনিয়।
শশধর দত্তের আরেক নাম নাকি ছিল "কি হইতে কি হইয়া গেল!"
মন্তব্য করতে লগইন করুন