পোলাপান কাটাবে ছুটি--- বই পড়ে।
লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ০৩ ডিসেম্বর, ২০১৪, ১২:২২:৩১ দুপুর
পোলাপান কাটাবে ছুটি--- বই পড়ে।
ডিসেম্বর মাস বিজয়ের মাস। আবার এটি পোলাপানদের বছর ধরে বিচ্ছিরি ক্লাসের পড়া শেষে তা যাচায় এর আরেক বিচ্ছিরি পরিক্ষা শেষ(১৫ তারিখের এর মধ্যে ) । হু হু লা লা লা ----- জানুয়ারিতে নতুন ক্লাশ শুরুর আগ পর্যন্ত ছুটির (১৬-- ২০ দিন ছুটিটা) অনেক ভাবেই কাটানো যায়। আর তার সংগে বই হলে ভাল জমে যাবে এতে কোন সন্দেহ নাই। যদিও অনেকের পড়ার চয়েচ অনেক রকম । তার পরেও এই বই গুলি দিয়ে ছুটিটা আরো মধুর করে তোলা যায়।
১.রবীন্দ্রনাথ ঠাকুরের:গোরা, শেষের কবিতা, গল্পগুচ্ছ,
২.কাজী নজরুলের: রিক্তের বেদন
৩.জীবনানন্দের: বনলতা সেন
৪.বঙ্কিম চন্দ্রের: কপালকুন্ডলা
৫.আল মাহমুদের:সোনালি কাবিন
৬.হেলাল হাফিজের: যে জলে আগুন জ্বলে
৭. সুকান্তের: ছাড়পত্র,
৮.সৈয়দ মুজতবা আলীর: দেশে-বিদেশে,চাচা কাহিনী
৯.হেমিংওয়ের: ফেয়ারওয়েল টু আর্মস,
১০.এরিক মারিয়া রেমার্কের:অল কোয়ায়েট ইন দ্যা ওয়েস্টার্ন ফ্রন্ট
১১.হুমায়ুন আহমেদের:ওরা তিনজন, মধ্যাহ্ন, নন্দিত নরকে, জোৎস্না ও জননীর গল্প
১২.মুহম্মদ জাফর ইকবালের:মুক্তিযুদ্ধের ইতিহাস, হাত কাটা রবিন, আমি তপু, বিজ্ঞানী সফদর আলির মহা মহা আবিস্কার,গনিত সমগ্র
১৩.দেবী প্রসাদের: বিজ্ঞান কী ও কেন,যে গল্পের শেষ নেই,
১৪.ম্যাক্সিম গোর্কির:মা,
১৫. নিকোলাইএর: ইসপাত
১৬.আলোক্সান্দার বেলায়েভের:উভচর মানুষ
১৭.বিভুতি ভুষনের: চাঁদের পাহাড়
১৮. কাজী আনোয়ার হোসেনের : ছোট কুমার
১৯.স্টিফেন হকিং-এর : এ ব্রিফ হিস্ট্রি অব টাইম
২০.চেতন ভগতের :থ্রি মিসটেকস
২১.বিভূতিভূষণের: পথের পাঁচালী
২২.কাহালিল জিব্রানের: দ্যা প্রফেট
২৩.জাহানারা ইমামের: ৭১ এর দিনগুলি
২৪.শফীউদ্দীন সরদার : বখতিয়ারের তলোয়ার
২৫. টিপু কিবরিয়া: হাদিসের গল্প
২৬. আসাদ বিন হাফিজ: ক্রুসেডর সিরিজ
২৭. ইমদাদুল হক মিলন: ভুতের কবলে ডাকাত সর্দার
২৮. মোস্তাক আহমদ: কি ভাবে ভাল ছাত্র হবেন
২৯.বশীর আল হেলাল : একাত্তরের গণহত্যা
৩০.শরৎচন্দ্র চট্টোপাধ্যায় : বৈকুণ্ঠের উইল
৩১.বেগম রোকেয়া : মতিচুর
৩২.মানিক বন্দ্যোপাধ্যায় : প্রাগৈতিহাসিক
এই বই গুলি হতে পারে ছুটি কাটানোর সবচেয়ে ভাল মাধ্যম।
বিষয়: বিবিধ
১৩২৩ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে আরো কিছু বই যোগ করা দরকার।
মন্তব্য করতে লগইন করুন