আপনার কাছে থাকা বই পড়তে দিন অন্যকে – ও একটি উদ্ভট চিন্তা

লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ১১ নভেম্বর, ২০১৪, ১১:৫৬:৩১ সকাল

আপনার কাছে থাকা বই পড়তে দিন অন্যকে – ও একটি উদ্ভট চিন্তা

***************************************************

এই তো কিছুদিন আগে বা এখনো অনেকে অনেক কষ্টে এদিক সেদিক করে টাকা জমিয়ে বই কিনেন।প্রায় সব কম বয়সী বই পড়ুয়াদের ক্ষেত্রে -------এ কথাটা সঠিক।

তাই সেই সব বই আমরা সকলে যক্ষের ধনের মত কাওকে না পড়তে দিয়ে নিজেদের ঘরে আলমারি বদ্ধ করে রাখি। প্রাণের বন্ধুরা কেও কেও অনেক করে হাত পার ধরে দু একটা বই নিয়ে যেতে পারলেও, বই দেবার আগে শফত নামা পাঠের মত বলিয়ে নিয় অমুক দিন ধার করা বই ফেরত দিবে। এর পর সেই ডেট পার হলেই সেই বই তার কাছে চেয়ে চেয়ে বন্ধুর অবস্থা কেরোসিন করে ছাড়ি।অনেকে ধার দেওয়া বই ফেরত না পেয়ে আর কাওকে সেই বই ধার দেওয়াও ছেড়েই দেন।

কিন্তু আজ এই সময়ে এসে বই না কিনেও একজন পাঠকের কাছে সুযোগ আছে হাজার হাজার বই থাকার।আর তার জন্য যেমন তেমন খরচ নেই এবং সেগুলির জন্য প্রয়োজন নেই বাড়িতে বই রাখার কোন শেলফ। নিশ্চয় এখন বুঝে ফেলেছেন আমি কি বই এর কথা বলতে চাচ্ছি।

হা ঠিক অনুমান করেছেন। আমি পিডিএফ বই এর কথা বলছি।

আর এই জন্য আমাদের সকল পাঠকদের অন্তর থেকে কৃতঘ্ন জানানো উচিত যেই সব ব্যক্তি (বা জারা বই এর পিডিএফ বানান) কে যাদের অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠেছে পিডিএফ বই এর বিশাল ভাণ্ডার।

আর আপনি খুব সহজে আপনার পরিচিত বা অপরিচিত যে কাওকে এই বই দিতে পারেন একেবারে উপহার হিসেবে। তাই আপনাদের কাছে থাকা পিডিএফ বই গুলি আশে পাশের বন্ধু বা ছোট ভাই বা অপরিচিত লোক জনদের অন্তত ৫ টি বই বিতরণ করুন বা তাদের মোবাইলে দিন( যাদের মোবাইল আছে ) । তাদের বই পড়তে উদ্ধুত করুনএবং অনুরোধ করুন পড়া হলে অন্য কাওকে তা উপহার দিতে। এ ভাবে আমরা এই বই কে সবার মাঝে ছড়িয়ে দিতে কাজ করতে পারি।

তাই আসুন এগিয়ে যায় এগিয়ে নিই বই পড়াকে। আপনিই পারেন আর একজনকে বই পড়ার আহব্বান করতে --------বই উপহার দিয়ে। তাই অন্তত ৫টি করে পিডিএফ পরিচিত ৫ জনকে উপহার দিন( তার মোবাইলে দিন)।

শেষ কিছু কথা বলে শেষ করি আমার ফালতু এই বকবক--- যত বেশি পড়া, ঠিক ততটাই শেখা; ধারণাটি কিন্তু ভুল।

এক্ষেত্রে যা-ই পড়ুন না কেন, বিষয়টি আপনার বোধগম্য হতে হবে। ঠিক সেটাই পড়ার জন্য নির্বাচন করুন, যেটি আপনার মন ছুঁয়ে যায়।

>>>>আর আমরা গেটটুগেদার করে এই কার্যক্রমের ---একটা পরীক্ষা করে দেখতে পারি। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় বা শাহাবাগে একত্র হয়ে এই কাজের আনুষ্ঠানিক উদ্ধোধন করা যায় কি না চিন্তা করতে সব্বার কাছে অনুরোধ রাখছি। এই জন্য লাগবে ২০ -২৫ জন যাদের থাকবে এন্ড্রোয়েড মোবাইল আর শেয়ার ইট(SHAREit) নামে একটি সফটওয়ার ।যা দিয়ে খুব সহজেই অন্যের মোবাইলে পিডিএফ দেওয়া যাবে।

>>>>>>আমার উদ্ভট চিন্তার জন্য ক্ষমা প্রার্থী।<<<<<<<

বিঃদ্রঃ আমার কাছে ১২ জিবি পিডিএফ বই আছে। যার লাগবে আওয়াজ দিয়েন।

আর বিনামূল্যে বই নামান এই খান হতে

***http://banglapdf.net/forum.php

** লিখাটা এখানে প্রথম প্রকাশ

http://www.amarputhia.com/blog/index.php?s=12&user_id=712&post_id=3201

বিষয়: বিবিধ

১০১২ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

283181
১১ নভেম্বর ২০১৪ দুপুর ১২:০৭
মামুন লিখেছেন : ধন্যবাদ। আমি আওয়াজ দিলাম, আপনার ১২ জিবি আমাকে দিন।
সুন্দর লিখাটিতে ভালো লাগা রেখে গেলাম।
জাজাকাল্লাহু খাইর। Thumbs Up Thumbs Up Bee Bee Rose Rose
১৬ নভেম্বর ২০১৪ রাত ১২:৩২
227809
গোলাম মাওলা লিখেছেন : যে কোন দিন আসুন ০১৭১৮৪৮১৬৫৮
১৬ নভেম্বর ২০১৪ সকাল ০৮:১০
227848
মামুন লিখেছেন : ধন্যবাদ আপনাকে। মোবাইল নাম্বার সেভ করে রেখেছি।Good Luck
283195
১১ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৩৯
কাহাফ লিখেছেন :
সুন্দর প্রস্তাবনা! সুন্দর উপস্হাপনা!
আমার আওয়াজ কি পৌছবে......???
অনেক ধন্যবাদ ও জাযাকাল্লাহু খাইরান..
Catch Catch Big Hug Big Hug
২৭ নভেম্বর ২০১৪ রাত ০১:৫৭
232339
গোলাম মাওলা লিখেছেন : ধন্যবাদ
283197
১১ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৪১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কিন্তু ভাই যে লিখক কষ্ট করে বই লিখেছেন তার প্রাপ্তি কি হবে সেই ক্ষেত্রে? সেটাও চিন্তা করা প্রয়োজন।
283232
১১ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:০৬
ফেরারী মন লিখেছেন : এক্ষেত্রে যা-ই পড়ুন না কেন, বিষয়টি আপনার বোধগম্য হতে হবে। ঠিক সেটাই পড়ার জন্য নির্বাচন করুন, যেটি আপনার মন ছুঁয়ে যায়।

একমত। কারণ আমার যেটা ভালো লাগবে না সেটা পড়তে গেলে মনটা বিষিয়ে উঠতে পারে। তাই যেটা প্রাণ ও মনে সজীবতা আনে সেটাই পড়া উচিত।
২৭ নভেম্বর ২০১৪ রাত ০১:৫৮
232340
গোলাম মাওলা লিখেছেন : ধন্যবাদ
284738
১৬ নভেম্বর ২০১৪ সকাল ১১:৪৭
এস এম আবু নাছের লিখেছেন : আমিও চাই।
২৭ নভেম্বর ২০১৪ রাত ০১:৫৮
232342
গোলাম মাওলা লিখেছেন : ধন্যবাদ Applause
288026
২৫ নভেম্বর ২০১৪ রাত ১০:৫৬
ইশতিয়াক আহমেদ লিখেছেন : খুব সুন্দর লিখা ,পড়ে ভালো লাগলো
২৭ নভেম্বর ২০১৪ রাত ০১:৫৮
232343
গোলাম মাওলা লিখেছেন : Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File