আজব এক যুদ্ধ! বন্দুক যুদ্ধ!!
লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ২২ সেপ্টেম্বর, ২০১৪, ১১:৪২:১৩ রাত
আজব এক যুদ্ধ! বন্দুক যুদ্ধ!!
আইনের রক্ষক
আমাদের প্রিয় কালো র্যাব
সঙ্গে সাদা পোশাকে ডিবি ,
আসামী ধরার চেয়ে ব্যনিজ্যে এরা বেশি।
টাকা দিলেই মেলে
এদের সার্ভিস—
সাত সাতটা খুনের ঘটনা
আমরা ভুলিনি।
কালা বাবু, কানা জাফর
যদিও আটকে এদের ফাঁদে,
এর পর আশ্চর্য উপায়ে
তাদের নিয়ে নামে
অস্ত্র উদ্ধারের অভিযানে।
সেখানে ঘটে
আজব এক যুদ্ধ! বন্দুক যুদ্ধ!
পরেরদিন খবরের হেডলাইনে
আসামী কালা বাবু পালাতে গিয়ে
ক্রসফায়ারে মৃত।
বিষয়: বিবিধ
১০১৮ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খুলবে না কি দেশ প্রেমিকের চোখের কপট ? অনেক ভালো লাগলো , এই রকম লেখা আরও চাই , ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন