কেন বোঝ না
লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ১৭ সেপ্টেম্বর, ২০১৪, ১২:৩২:৪০ রাত
কেন বোঝ না
কেন বোঝ না
আমি শুধু তোমাকেই চাই।
তোমার ভালবাসা
হৃদয়ের কথামালা
শুনিতে আমি চাই।
কেন বোঝ না
আমি শুধু তোমাকেই চাই।
হাতে হাত রেখে
তপ্ত দুপুরে নাম জানা কোন পার্কে,
শতবর্ষি বিটপির ছায়ার শীতলতা
উপভোগ করতে আমি চাই।
কেন বোঝ না
আমি শুধু তোমাকেই চাই।
মধ্যরাতে স্নিগ্ধ জোছনায়
হিমু আর হিমি হয়ে
তোমার হাত ধরে
জোছনার আলোর রোমান্টিক কালে
তোমার চোখে চোখ রেখে
না বলা কত শত হৃদয়ের কথা আমি
শুনিয়ে যেতে চাই।
কেন বোঝ না
আমি শুধু তোমাকেই চাই।
শুষ্ক হৃদয়ে শিশির স্নিগ্ধতায়
ক্ষণে ক্ষণে আমি তোমাকেই অনুভব
করতে যে চাই।
এমনি করে সারাটা জীবন
স্বপ্নের বুননে
শুভ্র চোখে তোমারি রুপশুধা
উপভোগ আমি করে যেতে চাই।
কেন বোঝ না
আমি শুধু তোমাকেই চাই।
১৭-০৯-১৪ ইং । রাত ১২.২৪am
বিষয়: বিবিধ
১০৩৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন