অস্বচ্ছতা
লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ১১ সেপ্টেম্বর, ২০১৪, ০২:০১:৩৮ রাত
অস্বচ্ছতা
************************
অনেক ব্যবহৃত চশমার কাচ
অস্বচ্ছ হয়েছে,
তাকিয়ে কেমন ঝাপসা লাগে,
রঙিন পৃথিবী কে
লাগে সাদা কালো।
তেমন অস্বচ্ছ
সাদা কালো আজ
জীবনের প্রতি মুহূর্ত।
জীবন হারিয়েছে সুখ
মধুর আনন্দের স্মৃতি,
সবি হারিয়ে জীবন পথে
জমেছে ধুলো।
অস্বচ্ছতার কাঁচে সব কিছু
আজ এলোমেলো
ঝাপসা, ঝাপসানো আলো।
অনেক করেও পৌঁছেনা
সেখানে স্বচ্ছতার আলো।
বিষয়: বিবিধ
১১২৩ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ।
অনেক শুভেচ্ছা আপনার জন্য।
মন্তব্য করতে লগইন করুন