গ্রামীণ-দেশজ খেলা যা আর খেলা হয়না তেমন—পরিচয় করিয়ে দিই আপনাদের সঙ্গে পর্ব: ০৮
লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ৩০ আগস্ট, ২০১৪, ১২:৫৪:২৮ দুপুর
ব্যাঙ লাফ /পানিঝুপ্পি (Skimming Stones)
পর্ব: ০৭
আমাদের দেশে খুব পরিচিত একটি খেলা যা আমরা ছোট কালে গ্রামের পুকুরে, বিলে বা নদীতে অনেকেই খেলেছি বা খেলে থাকতে পারি। বন্ধু বান্দব নিয়ে আড্ডা দিতে দিতে নিজেদের মাঝে প্রতিযোগিতা করতে গিয়ে আর নিজেদের দক্ষতা প্রমানের প্রচেষ্টা থাকে এই খেলায়। খেলাটাকে স্থান ভেদে অনেকে একে চিনে থাকে বা বলে থাকে ব্যাঙ লাফ /পানিঝুপ্পি । আর ইংরেজিতে এর গাল ভরা নাম skimming stones ।
এটি একটি জলক্রীড়া বা পানি ছাড়া এই খেলা সম্ভব হয় না।
এই খেলায় খেলোয়াড় সংখ্যার কোন নির্দিষ্ট সংখ্যা নেই। এই খেলা যেমন একা একা খেলা যায় নিজের মনের আনন্দের জন্য তেমনি ৫/৭ জন হলে সব্বাই মিলে করা যায় আনন্দ ও প্রতিযোগিতা।
* খেলার ঋতু: যে কোন ঋতু (গ্রীষ্ম ও বর্ষায় ভাল জমে)
* খেলার সময়: দিনের যে কোন সময়।
* খেলার স্থান: পুকুর, বিল, নদী।
* খেলার উপকরণ: মাটির বা কড়ির বা পোড়া মাটির তৈরি কলসের টুকরা বা মাটির তৈরি পাত্রের টুকরা (আমরা বলি খোলা) বা পাতলা পাথর।
@@ খেলার পদ্ধতিঃ পুকুর পাড়ে দাড়িয়ে নিন জুত মত।ওহ সঙ্গে কিন্তু খোলা নিতে ভুলবেন না। এর পর মানসিক প্রস্তুতি নিন সেই খোলা পানিতে ছোড়ার। পানির উপরে খুব জোরে বিশেষ কায়দায় তেরসা (ক্যাত) এবার ছুড়ে দিন হাতের খোলা। এবার পানির পৃষ্ঠতলে বাঁধা পেয়ে আপনার ছোড়া খোলা এবার
লাফিয়ে লাফিয়ে বা স্কিড করে করে ব্যাঙ এর মত পানির উপর দিয়ে ছুটে চলে কিছুক্ষণ পর টুপ করে পানিতে ডুবে যাবে। আর এ জন্য একে বলা হয় ব্যাঙ লাফ। আর পানির উপর দিয়ে যাবার সময় ঝিপ ছিপ বা ঝপ ঝপ শব্দ করে পিছলে বা স্কিড করে চলে বলে এ জন্য একে বলা হয় পানিঝুপ্পি।
@@ নিয়ম কানুনঃ এই খেলার নিয়ম কানুন খুব সহজ। কারো খোলা কোন লাফ না দিয়েই জলে ডুবে গেলে সে ডিসকোলিফাই বা বাদ পড়বে । আর যার খোলা সবচেয়ে বেশিবার লাফ
দিবে অথবা সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করবে, সেই
হবে জয়ী।
@@ আসুন দেখে নিন কি ভাবে সবচেয়ে বেশি Skimming বা স্কিড করাবেন আপনার খোলা কে।
১। এ জন্য প্রথমেই আপনাকে খুজে নিতে হবে ফ্লাট ডিম্বাকৃতির মাটির বা কড়ির বা পোড়া মাটির তৈরি কলসের টুকরা বা মাটির তৈরি পাত্রের টুকরা (আমরা বলি খোলা) বা পাতলা পাথর।
২। খোলা বা পাথর কে বৃদ্ধা এবং তর্জনী আঙ্গুল দিয়ে ভাল করে ধরুন এবং মধ্যমা,অনামিকা ও কনিষ্ঠা আঙ্গুল সাপোট হিসেবে নিচে ব্যবহার করুন।
৩। এর পর শক্তি দিয়ে দ্রুত ও পানির সমতলে পানির ১০-২০ ডিগ্রি কৌণিক ভাবে ছুড়ে দিন।
৪। আর গতি ১কিমি হলে ভাল হয়।
এই পদ্ধতি অবলম্বন করে সবচেয়ে বেশি স্কিড করার যে রেকর্ড তা হল ৫১টি।
@কি ভাবে ৫১ বার স্কিড করাবেন
৫১ বার
৫১ বার রেকর্ড এর ভিডিও
@এই নিয়ে লিখা বই
লিখা বই
ব্যাঙ লাফ /পানিঝুপ্পি (Skimming Stones)
নিয়ে বিভিন্ন দেশে প্রতিযোগিতা হয়। চলে বিশ্ব সেরা হবার লড়ায়।
http://www.bbc.com/news/world-europe-19678150 " target="_blank" target="_blank" rel="nofollow">খবর
বিষয়: বিবিধ
১২৪৮ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খুবই নস্টালজিক একটি খেলা। শৈশবের গণ্ডী পার করিয়ে এখন পর্যন্ত এই খেলাটি সব বয়সের সকলকেই আনন্দ দিচ্ছে।
শুভেচ্ছা রইলো আপনার জন্য।
আগের পর্ব গুলি পড়ে দেখিবেন আশা করি
মন্তব্য করতে লগইন করুন