জেলে বসে 'জিহাদি বই' লিখলেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদী

লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ১৩ আগস্ট, ২০১৪, ১০:৩৬:৩৩ রাত

সুত্র--Way of Allah ফেসবুক পেজ



জেল থেকে অত্যন্ত গোপনে, কারা কর্তৃপক্ষের

অজান্তে লেখা ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাঈদীর

জিহাদি বই বাজারে!

জেলে বসে 'জিহাদি বই' লিখলেন ফাঁসির

দণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদী। একাত্তরের

মানবতাবিরোধী অপরাধে বিচারিক

আদালতে দণ্ডিত জামায়াতে ইসলামীর এই নেতার

লেখা সেই বই এখন বাজারে। ছড়িয়ে পড়েছে শহর

থেকে গ্রামে, ভক্তদের হাতে হাতে। 'নন্দিত

জাতি, নিন্দিত গন্তব্যে' নামের এই

বইটি বাজারে পাওয়া যাচ্ছে গত

ফেব্রুয়ারি থেকে। প্রকাশ করেছে গ্লোবাল

পাবলিশিং নেটওয়ার্ক নামের একটি প্রতিষ্ঠান।

আওয়ামী লীগ ও সরকারকে অনৈসলামিক উল্লেখ

করে সমালোচনাসহ সশস্ত্র লড়াই, জঙ্গিবাদ, ধর্মীয়

উন্মাদনা সৃষ্টিরও নানা উপাদান রয়েছে বইটিতে।

জানা গেছে......

জামায়াত শিবিরের

ভাইদেরকে বলতেছি আপনারা এই বইটি পড়ে দেখুন

সঠিক কোনো সিদ্ধান্তে উপনিত হতে পারেন

কিনা ।

সাইদী সাহেব যদি জিহাদের ডাক দিয়েই থাকেন

তাহলে তো তিনি আল্লাহর কাছে মাফ পেয়েই

গেলেন ।

DOWNLOAD :http://icsbook.shibir.info/nondito_jati_nindito_gontobbe.pdf

বিষয়: বিবিধ

৩৫৬১ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

254058
১৩ আগস্ট ২০১৪ রাত ১০:৪৮
সুষুপ্ত পাঠক লিখেছেন : ওর চান্দে যাওয়া ঘটনার মত এই বইও কি ফল্স নাকি? জামাত নিজে লিখে ওর নাম দিচ্ছে। যদি জেলে বসে জেহাদী বই লেখেই আর তা যদি ফেব্রুয়ারি থেকে বাজারে ছড়ায়, সরকার তাহলে ঘাস কাটে নাকি!
১৪ আগস্ট ২০১৪ সকাল ০৬:২৩
197888
সুন্দরের আহবান লিখেছেন : আল্লামা সাঈদী,,তার পরবিার, জামায়াতের কোন নেতা কর্মী অথবা কোন জামায়াত সমর্থিত কোন নেতাই বলেন নি,যে সাঈদী সাহেব চাদে গিয়েছেন- ইসলাম ও মুসলিম জাতিসত্বার দুশমনরা এটাকে একটা ভোতা অস্ত্র হিসেবে কাজে লাগাচ্ছ। এ বই সম্পর্কেও তার পরিবার স্পস্ট ব্যাখ্যা দিয়েছে- তিনি গ্রেফতার হওয়ার আগে ২০০৯ সালে বইটি লিখেছেন-- কারাগারে বসে লেখেননি। আর্থিক সংকটরে কারণে তার ছেলেরা বইটি ২০০৯ সালে প্রকাশ করতে পারে ন। বইটি ২০১৪ সালে প্রকাশিত হয়েছে। আল্লাহ যাদের মনকে বক্রতা দিয়েছেন-- কেউ তার হৃদয়ে আল্লাহর দীন প্রবেশ করাতে পারবেনা-- এ সব বক্র হৃদয়ের মানুুষেরাই আকা বাকা কথা বলে,বলবে,এটা ওদের ধর্ম
254089
১৪ আগস্ট ২০১৪ রাত ১২:২৬
254091
১৪ আগস্ট ২০১৪ রাত ১২:২৭
গোলাম মাওলা লিখেছেন : http://icsbook.shibir.info/nondito_jati_nindito_gontobbe.pdf —" />
254092
১৪ আগস্ট ২০১৪ রাত ১২:২৭
254116
১৪ আগস্ট ২০১৪ সকাল ০৬:০৯
কাহাফ লিখেছেন : আল্লাহ উত্তম হেফাযত কারী............।
254121
১৪ আগস্ট ২০১৪ সকাল ০৬:২৫
সুন্দরের আহবান লিখেছেন : what is jihadi? jahad is Farj for all Muslim
254133
১৪ আগস্ট ২০১৪ সকাল ০৭:৫৪
সুষুপ্ত পাঠক লিখেছেন : [q]আর্থিক সংকটরে কারণে তার ছেলেরা বইটি ২০০৯ সালে প্রকাশ করতে পারে ন[/q হাসতে হাসতে শেষ হয়ে গেলাম! দেইল্লা রাজাকারের অর্থের অভাব! ওয়াজ ব্যবসা, একাত্তরে হিন্দু বাড়ি লুটের টেকাটুকা সব শেষ হইয়া গেছে? ওর পোলার ব্যবসাপাতির কি খবর? একটা একাত্তরের কুলাঙ্গর জন্য যে দালালী করে ধিক তাকে!
১৪ আগস্ট ২০১৪ সকাল ০৯:০২
197904
কাহাফ লিখেছেন : শত ধিক ...চেতনার দালালদের,রেন্ডিয়ান দালালদেরর।
254195
১৪ আগস্ট ২০১৪ দুপুর ১২:৫০
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : কাহাফ ভাই ঠিকই বলেছেন। এরা হল ( Rape of india র দালাল ) এদের অন্তরে আল্লাহই মুহর মেরে রেখেছে এরা কখন সত্যকে কখন জানার চেষ্টা করেনাই, এখনো করেনা , আর ভবিস্যতে করবে কিনা মহান রাব্বুল ইজ্জতই ভালো জানেন ।
254321
১৪ আগস্ট ২০১৪ রাত ০৯:০৯
সুষুপ্ত পাঠক লিখেছেন : এখানে দেখি দেইল্লা রাজাকারের ভক্তদের ভীড়! এ আমি কোথায় আসলাম!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File