প্রিয়তমা

লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ০৯ আগস্ট, ২০১৪, ১১:৪০:১৭ রাত

প্রিয়তমা



তুমি আসলেই আমার প্রিয়তমা

কারণ,

আমি তোমায় নিয়ে স্বপ্ন দেখি

আর স্বপ্ন দেখি বলেইতো আমি মানুষ।

অন্যেরা যখন স্বপ্ন দেখে জীবনে প্রতিষ্ঠা পাবার

কেও বা পরিবারের মুখের হাসি ফোটাবার

আবার কেও ধর্মের আরাধনা করে ঈশ্বর কে পাবার

আর আমি কি দেখি জান?

------- আমি স্বপ্ন দেখি তোমাকে পাবার।

যদি জানতে সেই সৃষ্টির শুরু হতে

আমি স্বপ্ন দেখি কেবল তোমাকে।

আমার স্বপ্নজাল কেবল তোমাকে নিয়ে

তোমায় নিয়ে দেখা সুখ স্বপ্ন গুলি সযত্নে লালন করি

তার পর নিজের অজান্তেই মুছে-ফেলি একান্তে ।

স্বপ্ন ও স্বপ্নিল জগতে আমি আবার হারিয়ে যাই

হারায় আমি তোমার মাঝে।

স্বপ্নঘোরে আমি ভালবাসি তোমাকে

তমার সান্নিধ্য উপভোগ করি

বুধ হয়ে থাকি তোমার ধ্যানে।

নিজেকে বার বার প্রতিশ্রুতি দেই

একা তুমিই হবে আমার আমার সাধনা।

জীবনের শেষ সময় হতে শেষ রক্ত বিন্দু দিয়ে

আমি তোমাকে ভালবাসব।

বিচিত্র এই ভালবাসার ভবনে

কেও ভালবাসে কারও মায়া ভরা চোখ

কেও বা মুগ্ধ কারও মিষ্টি কণ্ঠে

কেও বা সুন্দর দেহ-বল্লব,

কিন্তু আমার ভালবাসা এমন আংশিক নয়

তার মাঝে নেই কোন শর্ত

নেই কোন সমালোচনা

নেই কোন দ্বিধা বা অসন্তোষটি বা অতৃপ্তি।

তমার সমগ্র অস্তিত্ব আমার সমান প্রিয় ভীষণ প্রিয়।

তুমি সুন্দর কিন্তু তোমার সৌন্দর্যরূপে ত্রুটি আছে

আমি তা স্বাভাবিক বলে মেনে নিতে পারি।

তুমি ভাল তোমা মাঝেও যে মন্দ আছে

আমি তা ক্ষমা-সুন্দর দৃষ্টিতে দেখতে পারি।

তুমি কোমল কিন্তু তোমার মাঝেও আছে নিষ্ঠুরতা

আর আমি তা সহ্য করার ক্ষমতা রাখি।

তোমাকে পাবার আশা খুব ক্ষীণ

তার পরেও আমি ভালবাসি

আমি ভালবাসি শুধু তোমাকে।

তোমার আকাশ

বিষয়: বিবিধ

১৩৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File