“মেয়ে”
লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ০৮ জুলাই, ২০১৪, ১১:১২:৪৪ সকাল
“মেয়ে”
মেয়ে তোমায় দেখেছিসেদিন
ফাগুন মাসে আগুন রাঙা শাড়িতে।
রাঙা ঠোঁটের বাঁকা হাঁসি
টানা চোখের মদির চাহনি
কেন যেন এখনো চোখে ভাসে।
মুগ্ধ চোখে আজও তাই
লুকিয়ে তোমায় দেখি।
রাতের আঁধারে আলোর পানে
পতঙ্গ যেমন ছোটে
তোমার পানে আমার ছোঁটা
তেমনি ভাবে ঘটে।
মেয়ে তোমায় দেখেছি সেদিন
ফাগুন মাসে
আগুন রাঙা সাজে।
বিষয়: বিবিধ
১১৭০ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন