দাদারা আহ আহ
লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ০৩ জুন, ২০১৪, ১২:০৫:০৩ দুপুর
দাদারা আহ আহ
দাদারা আহ আহ
সব দেব তোমাদের,
তোমাদের জন্য সোকেশে
সাজানো এ দেশের বাগান।
এক কালে ছিলাম আমরা
হিন্দু মোসলেম ভাই ভাই,
সম্প্রীতির বাঁধনে বাঁধা
একটি দেহে আমরা যেন
বহু প্রাণ।
দাদারা আহ আহ
সব দেব তোমাদের।
ভালবেসে চাইলে
সব দেব
যদি চাও প্রাণটাও !
কিন্তু কেড়ে নিতে চাইলে
যুদ্ধ করব
ভায়ের হাতে ভায়ের রক্তে
রাঙ্গাব হাত,
রক্তের হুলিতে
করব আনন্দ নাচ।
দাদারা আহ আহ
ভালবেসে সব দেব!!!!!!!!!!!!
বিঃ দ্রঃ আমাদের বর্তমান সরকারের বিদেশ নীতির ক্ষেত্র লক্ষ্য করলে মনে হয়, ভারতকে ভালবেসে সব দিচ্ছে সরকার।
বিষয়: বিবিধ
১২১০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন