দাদারা আহ আহ

লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ০৩ জুন, ২০১৪, ১২:০৫:০৩ দুপুর

দাদারা আহ আহ



দাদারা আহ আহ

সব দেব তোমাদের,

তোমাদের জন্য সোকেশে

সাজানো এ দেশের বাগান।

এক কালে ছিলাম আমরা

হিন্দু মোসলেম ভাই ভাই,

সম্প্রীতির বাঁধনে বাঁধা

একটি দেহে আমরা যেন

বহু প্রাণ।

দাদারা আহ আহ

সব দেব তোমাদের।

ভালবেসে চাইলে

সব দেব

যদি চাও প্রাণটাও !

কিন্তু কেড়ে নিতে চাইলে

যুদ্ধ করব

ভায়ের হাতে ভায়ের রক্তে

রাঙ্গাব হাত,

রক্তের হুলিতে

করব আনন্দ নাচ।

দাদারা আহ আহ

ভালবেসে সব দেব!!!!!!!!!!!!

বিঃ দ্রঃ আমাদের বর্তমান সরকারের বিদেশ নীতির ক্ষেত্র লক্ষ্য করলে মনে হয়, ভারতকে ভালবেসে সব দিচ্ছে সরকার।

বিষয়: বিবিধ

১২১০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

229983
০৩ জুন ২০১৪ দুপুর ০৩:০২
egypt12 লিখেছেন : যারা স্বাধীনতার মর্ম বোঝেনা তারা দিতে লজ্জা পাবেনা Rose
০৩ জুন ২০১৪ বিকাল ০৪:৫৩
176833
গোলাম মাওলা লিখেছেন : ধন্যবাদ
230091
০৩ জুন ২০১৪ বিকাল ০৫:১১
নূর আল আমিন লিখেছেন : দাদারা চেয়েছে আমরা কি না দিয়ে পারি?
230119
০৩ জুন ২০১৪ বিকাল ০৫:৫৯
গোলাম মাওলা লিখেছেন : খাটি চেতনার কথা Cheer

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File