যারা সাইমুম ভক্ত তাদের জন্য সুখবর
লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ২১ মে, ২০১৪, ০১:০৯:২১ রাত
‘সাইমুম সিরিজ’
শ্রদ্ধেয় ‘আবুল আসাদ’ কর্তৃক লিখিত বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সিরিজ। অন্য সিরিজের মত এটা শুধু থ্রিলার সিরিজ নয়। একজন পাঠক ইতিহাস, ভুগোল, বিভিন্ন দেশের সংস্কৃতি বিশেষ করে ইসলামী ইতিহাস ও সংস্কৃতি, ইসলামী বিশ্ব, বিভিন্ন দেশে মুসলিমদের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে পারে এই সিরিজ পড়ে। পাঠককে রোমাঞ্চিত করার পাশাপাশি বিভিন্ন ধরনের তথ্য ও শিক্ষামূলক জ্ঞানের মাধ্যমে পাঠকের মনের মধ্যে নৈতিক চিন্তাধারার বিকাশ ঘটানো এবং তার মাঝে ক্রমে ক্রমে মনুষ্যত্ব এবং শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করার ভাবনাকে সুসংহত করার লক্ষ্য নিয়ে লেখা এই সিরিজটি। এই সিরিজ একজন পাঠকের হৃদয়ে ঈমানের আলো প্রজ্জ্বলিত করে। শ্রদ্ধেয় আবুল আসাদ ১৯৭৬ সালে ‘অপারেশন তেলআবিব-১’ এর মাধ্যমে এই সিরিজের সূচনা করেন।
সাইমুম ১-৫৩ পি ডি এফ
http://www.saimumseries.com
ক্রুসেড সিরিজ
ক্রুসেড সিরিজ এর অনলাইন আর্কাইভ
http://crusadeseries.net
বিষয়: বিবিধ
৩৪৩৭ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন