অ্যান্ড্রয়েড স্মাট ফোনএর A to Z

লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ১৩ ফেব্রুয়ারি, ২০১৪, ০১:২০:২৬ দুপুর

অ্যান্ড্রয়েড স্মাট ফোনএর A to Z

সবার এখন একটা শখ কবে একটা স্মাট ফোন কিনবে।অনেকে প্রস্তুতি নিচ্ছেন একটা ভাল অ্যান্ড্রয়েড স্মাট ফোন কিনার। তার আগে দেখে নিন আপনার স্মাট ফোনটা কেমন। দেখে নিন অ্যান্ড্রয়েড এর কিছু গুরুত্বপূর্ণ সিক্রেট কোড !!!

*#06# – IMEI নাম্বার প্রদর্শন করবে।

*2767*3855# – ফ্যাক্টরি রিসেট কোড( ফনের সব ডাটা ডিলিট হয়ে যাবে )

*#*#4636#*#* - ফোন এবং ব্যাটারি সংক্রান্ত তথ্য।

*#*#273282*255* 663282*#*#* - সকল মিডিয়া ফাইল ব্যাক আপ করার কোড।

*#*#197328640#* #* – সার্ভিস টেস্ট মোড কোড।

*#*#1111#*#* – FTA সফটওয়্যার ভার্সন ।

*#*#1234#*#* – PDA এবং firmware ভার্সন।

*#*#232339#*#* – Wireless LAN টেস্ট কোড।

*#*#0842#*#* – ব্যাক লাইট ও ভাইব্রেসন টেস্ট কোড।

*#12580*369# - সফটওয়্যার এবং হার্ডওয়্যার ইনফর্মেশন।

*#*#2664#*#* – টাচ স্ক্রীন টেস্ট কোড।

*#9900# – সিস্টেম ডাম্প মোড।

*#9090# – ডায়াগনস্টিক কনফিগারেশন।

*#*#34971539#*# * – ক্যামেরা ইনফর্মেশন।

*#872564# – ইউএসবি লগিন কন্ট্রোল।

*#301279# – HSDPA/HSUPA কন্ট্রোল মেনু।

*#7465625# – ফোন লক স্ট্যাটাস।

*#*#7780#*#* – ফ্যাক্টরি রি- স্টোর সেটিং। গুগল অ্যাকাউন্ট সহ সকল সিস্টেম ডাটা মুছে যাবে।

*2767*3855# – ফ্যাক্টরি ফরম্যাট সেটিং। সকল ইন্টারনাল এবং এক্সটারনাল ডাটা মুছে যাবে এবং ফার্মওয়্যার রি-ইন্সটল হবে।

*#*#4636#*#* – ফোনএবং ব্যাটারি ইনফর্মেশন।

*#*#273283*255* 663282*#*#* - ফাইল কপি স্ক্রীন। সব ইমেজ, সাউন্ড, ভিডিও, ভয়েস মেমো ব্যাক আপ করা যাবে।

*#*#197328640#* #* - সার্ভিস মোড কোড। বিভিন্ন টেস্ট ও সেটিং বদলানোর জন্য।

*#*#7594#*#* – এই কোড আপনার ইন্ড কল/ পাওয়ার বাটন কে ডাইরেক্ট পাওয়ার অফ বাটন এ পরিনত করবে।

*#*#8255#*#* - G Talk সার্ভিস মনিটর কোড।

*#*#34971539#*# * - ক্যামেরা ইনফর্মেশন। ক্যামেরা

ফার্মওয়্যার আপডেট অপশন টি ব্যবহার করবেন না।এতে আপনার ক্যামেরা ফাংশন বন্ধ হয়ে যাবে।

W-LAN, GPS and Bluetooth Test Codes:

*#*#232339#*#*

OR *#*#526#*#*

OR *#*#528#*#* – W-LAN টেস্ট কোড।

টেস্ট শুরু করার জন্য মেনু বাটন ব্যবহার করুন।

*#*#232338#*#* - ওয়াইফাই ম্যাক এড্রেস।

*#*#1472365#*#* - জিপিএস টেস্ট।

*#*#1575#*#* - আরেকটি জিপিএস টেস্ট কোড।

*#*#232331#*#* – Bluetooth টেস্ট কোড।

*#*#232337#*# - Bluetooth ডিভাইস ইনফর্মেশতেস

*#*#0588#*#* - প্রক্সিমিটি সেন্সর টেস্ট।

*#*#0*#*#* - এলসিডি টেস্ট।

*#*#2664#*#* – টাচ স্ক্রীন টেস্ট।

*#*#2663#*#* - টাচ স্ক্রীন ভার্সন।

*#*#0283#*#* – প্যাকেট লুপ ব্যাক।

*#*#0673#*#*

OR*#*#0289#*#* - মেলোডি টেস্ট।

*#*#3264#*#* - র্যাম ভার্সন টেস্ট।

সুত্রঃ ফেসবুক, নেট, ব্লগ, সাইট

বিষয়: বিবিধ

১১৭৫ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

176637
১৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:০৫
আহমদ মুসা লিখেছেন : খুব ভাল উপকারী একটি পোস্ট শেয়ার করেছেন। আপনাকে ধন্যবাদ।
১৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৪৭
131434
গোলাম মাওলা লিখেছেন : ধন্যবাদ
176646
১৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৪৯
মোহাম্মদ লোকমান লিখেছেন : একটা কিনেই টেস্ট করতে হবে...
১৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৪৭
131435
গোলাম মাওলা লিখেছেন : ধন্যবাদ
176650
১৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:০০
১৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৪৮
131440
গোলাম মাওলা লিখেছেন : ধন্যবাদ , হা
176677
১৩ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:২১
মিষ্টি স্বপ্ন আরিফ লিখেছেন : প্রিয়তে..
১৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৪৭
131436
গোলাম মাওলা লিখেছেন : ধন্যবাদ
176960
১৪ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৪৮
মাজহার১৩ লিখেছেন : ভালো লাগলো । অনেক ধন্যবাদ
১৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৪৮
131437
গোলাম মাওলা লিখেছেন : ধন্যবাদ
177757
১৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৩৬
সায়েম খান লিখেছেন : অনেক চমৎকার শেয়ার ...
১৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৪৮
131438
গোলাম মাওলা লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File