ক্লেশ
লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ১৮ ডিসেম্বর, ২০১৩, ১০:৫২:৩৮ রাত
ক্লেশ
============================
এলোমেলো জীবনে
কাল বাতাস বয়েছে,
ঝড়ো বৃষ্টি হয়েছে।
দমকা বাতাসে
উড়িয়ে নিয়েছে
জমে থাকা ক্লেশ।
মন আজ ফুরফুরে
স্বচ্ছ জলের ধারায়
শীতল বায়ুর রেশ।
কাল বাতাস বয়েছে,
ঝড়ো বৃষ্টি হয়েছে
ধুয়ে গেছে সব ক্লেশ।
বিষয়: সাহিত্য
১২৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন