“মাইনাস টুর শ্লোগান তুলি”

লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ৩০ নভেম্বর, ২০১৩, ০১:৩৫:০৭ দুপুর

এমন সম্ভাবনা নাই তাই এখন -------



“মাইনাস টুর শ্লোগান তুলি”

আর কত দেখবে জনগণ।কত সহ্য করবে। আপনাদের ক্ষমতার লোভ, আপনাদের গদি দখলের লড়ায়ে আমাদের সাধারণ জনগণ কেন এমন মৃল্য দেবে। এবার মনে হয় সময় হয়েছে হাসিনা এবং খালেদার বিদেই নেবার। তাই আসুন এবার মাইনাস টু ফরমুলা কার্যকর করার শ্লোগান তুলি।

১।আমাদের এক দাবি

হাসিনা খালেদা

কবে তোরা

অফ যাবি।

২।হাসিনা খালেদা

তোদের আমরা চাই না ।

বিষয়: বিবিধ

১০৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File