অন্ধকারের পথচারী
লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ২৭ নভেম্বর, ২০১৩, ১২:৪৫:৫৭ দুপুর
অন্ধকারের পথচারী
রাজপথে ফুলের দোকানে
রঙ বেরঙের ফুল সাজিয়ে
খদ্দরের আশায় বসে দোকানি।
রাস্তার পথচারী থমকে
শুঁকে গন্ধ,
গন্ধের মোহিত সুধায়
থমকে যায় প্রকৃতি।
রাতের আধারে আরেক দোকানি
সাজে অন্য আর এক রূপে,
ওরাও খদ্দের খোঁজে
নিষিদ্ধ পথের অলি গলি।
লাল নীল রঙ বেরঙের
গোলাপ কুড়ির
সৌরভে মোহিত
গন্ধ শুঁকে শুঁকে লোভী কুত্তারা
খোঁজে দেহের খোরাক।
শরীর শরীরে বক্র বাঁক
এ বসরার গোলাপ বাগান
আঁধার রাতের অন্ধকারে
গোপন করে
কেনা বেচা চলে হরদম।
ঘুনে ধরা সমাজ
হায়নার মত মাংসাশী নরপশু
ছিঁড়ে খুড়ে খায় মহাউৎসবে,
শীতল ঘরের বিশাল পালংকে
ঝড় উঠে থেমে থেমে
ভাল বাসা চলে আদান প্রদান
সাময়িক আনন্দে।
সকাল সূর্যের প্রথম আলোয়
পাপ পঙ্কিল পাপাচার
যায় ধুয়ে মুছে
পবিত্র ভেবে ঢেকুর তোলে
সমাজের উচু মানুষ
যে তারা???????????
বিষয়: বিবিধ
১০৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন