এইকি মোদের স্বাধীনতা
লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ০২ নভেম্বর, ২০১৩, ১২:০৯:৫৬ দুপুর
এইকি মোদের স্বাধীনতা
এইকি মোদের স্বাধীনতা
পেট পুরে শুধু খাচ্ছি একা,
অন্নপাপের দোহায় দিয়ে
বা” হাতটা চালাই সদা
এই কি মোদের স্বাধীনতা।
গরীব দুখী মরছে ধুঁকে
শিশু কাদে দুধ নাই মার বুকে
গলির ঐ ডাসবিনেতে
মেটাই তারা ক্ষুধার জ্বালা
এই কি মোদের স্বাধীনতা।
যাদের রক্তে প্রসাদ গড়া
আজকে তাঁর বাস্তু হারা
কোন সাহায্য পাচ্ছে না-তো
রাত কাটছে যেথা সেথা
এই কি মোদের স্বাধীনতা।
বিষয়: সাহিত্য
১৯০৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন