নিজেদের করা আইনের ফাঁদে তাঁর এখন

লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ৩০ অক্টোবর, ২০১৩, ০১:৫২:০৫ দুপুর

নিজেদের করা আইনের ফাঁদে তাঁর এখন

কদিন আগে তথ্য প্রজুক্তি কাল আইন পাশ হয়েছে। আর এর প্রথম বলি জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্রদ্ধেহ এক শিক্ষক।

প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীর মধ্যে টেলিফোন কথপোকথানের রেকর্ড বেআইনীভাবে প্রচারের অভিযোগে সহাসাই মামলা করবে বিএনপি। এ নিয়ে উপযুক্ত ব্যক্তিদেরকে পরামর্শ দিয়েছি।এতে বন্ধ হয়ে যাওয়ার ঝুকিতে ৭১ টিভি ও চ্যানেল আই। চ্যানেল গুলো ছাড়াও এ মামলায় আসামী হবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, কারন তিনি আগেই প্রেস কন্ফারেন্স করে ঘোষনা দিয়েছিলেন, এ টেলিফোনের টেপ প্রকাশ করা হবে। যদিও এখন বলছেন তিনি জড়িত নন। চ্যানেল দু’টি লংঘন করেছে আইসিটি আইন ২০১৩, গোপনীয়তা আইন ১৯২৩ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ আইন ২০০১। এর শাস্তি হিসাবে চ্যানেল দু’টি বন্ধ হয়ে যেতে পারে, জড়িতদের সর্বোচ্চ ১৪ বছরের জেল ও অর্থদন্ড হতে পারে।

[বাংলাদেশ টেলিযোগাযোগ আইন ২০০১ আইনের ৭১ ধারায় বলা হয়েছে কোন ব্যক্তি যদি অপর দুই জন ব্যক্তির টেলিফোন আলাপে ইচ্ছাকৃতভাবে আড়ি পাতেন, তাহা হইলে প্রথমোক্ত ব্যক্তির, এই কাজ হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক দুই বৎসর কারাদণ্ডে বা অনধিক ৫ কোটি টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন।

আইসিটি আইনের ৫৭ ধারায় ইলেক্ট্রনিক ফরমে মিথ্যা, অশ্লীল অথবা মানহানিকর তথ্য প্রকাশ সংক্রান্ত অপরাধ ও ৬১ ধারায় সংরক্ষিত সিস্টেমে প্রবেশ সংক্রান্ত অপরাধের চৌদ্দ বছর শাস্তির কথা বলা হয়েছে।]

২৫ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় সরকারের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেছিলেন, আমাদের ফেলার জন্য গর্ত খুড়েছেন? সেই গর্তে আপনার নিজেরা পড়বেন! তাই হতে যাচ্ছে। ইনুর বহুল চেষ্টায় করা আইসিটি আইনের খাড়া অবশেষে তার উপরেই পড়তে যাচ্ছে!

বিষয়: বিবিধ

১০৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File