একটা গপ্প

লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ০৫ অক্টোবর, ২০১৩, ১২:২২:০৫ রাত

একটা গপ্প

ধুততেরি,কাজের সময় মনে আসে না । এমনি সময় ঠিক মনে থাকে । এখন দরকার এখন মনে আসবেনা। যখন মোবাইল ছিলনা তখন ঠিক মনে থাকত। এখন মোবাইল হয়ে মোবাইলে সেভ করে রাখতে রাখতে আর কিছু মনে থাকে না।

কিন্তু ওর মনে করতেই হবে। এখন ভেবে বিরক্ত লাগছে কেন যে নম্বরটা মোবাইলে সেভ করে রাখলনা।

ওহ নম্বরটার প্রথমে ৮ এর পর যে কি.................................... ধুততেরি।

ভুলে যাওয়া কোন কিছু মনে করতে যেন কি পড়তে হয়। ওহ, ইন্নালিল্লাহ মনে হয়।

মনে মনে পড়তেই লাগল মুসা।

টেনশন বাড়ছে নম্বরটা ওর মনে করা খুব দরকার। এর পর হানড্রেড পার-সেন্ট সেভ করে রাখবে মোবাইলে ।মনে মনে শপথ বাক্য পাঠ করে ফেলল মুসা কয়েক বার।

লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লাবিল্লাহ----- টেনশন হতে মুক্ত হতে পড়তে লাগল মুসা।

ওহ আল্লাহ মনে পড়েছে, আমি , তুমি- আমি , তুমি, আমরা।

হা হা করে হেসে উঠল মুসা। আলহামদুল্লিলাহ.................................

নম্বরটা হল ৮১২১২৩ । ইমরান ওকে নম্বরটা বলার পর , মনে রাখার জন্য আইডিয়া পদ্ধতিটির এই বিশেষ নিয়মটা শিখিয়েছিল ওকে।

বলেছিল, শোন প্রত্যেক ফোন নম্বরের মাঝে একটু খেয়াল করে দেখলে দেখবি একটা বিশেষ নিয়ম বাঁ ছক আছে। একটু খেয়াল করে দেখলে তুই নিজেই বের করতে পারবি কি ভাবে মনে রাখবি নম্বরর গুলি। এটি সেই ৫ বছর আগের ঘটনা, যখন মোবাইল ওর হাতে আসেনি।

দেখ আমার বাড়ির টেলিফোন নম্বরটাতে প্রথমে মনে রাখ ৮ । আর পর আমি-১, তুমি-২, আমরা- ৩।

আমার নম্বর ৮১২১২৩ অর্থাৎ দাড়ায় ৮ আমি ,তুমি—আমি,তুমি ,আমরা।

যাক এবার ফোন দেওয়া যাক ওকে।

রিং.........................রিং................................রিং

@@ খেয়াল করিঃ

১। হারানো কোন কিছু মনে আনতে ইন্নালিল্লাহ পড়ি।

২।টেনশন বা দুঃচিন্তা হতে মুক্ত হতে লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লাবিল্লাহ পড়ি ।

৩। মনে পড়লে আল্লাহর প্রশংসা করতে আলহামদুল্লিলাহ পড়ি।

৪।শপথ বাক্য পাঠ করব কেবল আল্লাহর নামে। আমরা সত্যি, মাইরি, চোখের কসম, মায়ের কসম....................................... ইত্যদি বাক্য দ্বারা শপথ নিই তা সম্পূর্ণ নিষিদ্ধ।

৫। কেও কিছু বললে একটু মনোযোগ দিয়ে শুনি ও মনে রাখি।



বিষয়: বিবিধ

১১৫০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File