জীবনের কুহক আশা

লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ০২ অক্টোবর, ২০১৩, ০২:১৩:০০ দুপুর

জীবনের কুহক আশ



আশায় আশায় জীবন কাটে

আশায় যে পথ চলে,

আশার ছলনা যত

পলয় বিক্ষুব্ধ সাজে

তবুও মন লিপ্ত কাজে।

আশার কুহুকে ভুলে

কল্পনার কল্পে

হাসিমুখে---

ডুব দেয় যে মৃত্যুর কোলে

জীবনের মায়া ভুলে।

কল্পনার সুবাসে

আশায় আশায় দিন যায় ঝরে

আশা পূরণ হয় না যে!

তবুও আশা করে

আশায় আশায় বুক বাঁধে

হবে পূর্ণ জীবনের

চাওয়া গুলি।

কুহুকে এই আশায় বাঁচে

আশায় কাটে

জীবনের ঘরে ঘরে

আশা পূরণ হবে যে?

১.২২pm ২-১০-১৩

বিষয়: সাহিত্য

১৩১৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File