.........কালিমা সমূহ............

লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ২৯ সেপ্টেম্বর, ২০১৩, ০৯:৫৯:২৪ রাত

..........কালিমা সমূহ............

কালিমা গুলি শেয়ার করার একটা উদ্দেশ্য হলঃ আমরা কালিমায়ে তাইয়্যেবা ছাড়া বাঁকি ৫ টি মুখস্থ রাখি না। তাই মুখস্থ ও এগুলির ওপর আমল করার জন্য এবং সকলকে আবার তা মনে করিয়ে দেবার জন্য এই পোষ্ট।

আর ছোট্ট একটা ঘটনা শেয়ার করছিঃ আমার দুলাভাই জেলা শিক্ষা অফিসার(DPO-district primary officer ).

তো তিনি একবার প্রাইমারি শিক্ষক এর ভাইবা বোর্ডে এক দাড়িওয়ালা ভাই পেয়ে তার সকল সাটেফিকেট ও পরীক্ষায় পাওয়া নম্বর দেখে বললেন আপনি প্রাইমারিতে চাকরি করতে এসেছেন কেন। ভাইটি রাজশাহী বিশ্ব বিদ্যালয় হতে সমাজ কর্মে পোষ্ট গ্রাজুয়েশন করা। আপনার রেজাল্ট সহ সব গুলিই তো ভাল। আপনাকে কি জিঙ্গেস করব। আচ্ছা আপনি তো নামাজ পড়েন ৫ ওয়াক্ত। তিনি উত্তরে হা বলেছিলেন।

দুলাভাই তাকে একটি প্রশ্ন করেছিলেন। আপনি কালিমায়ে তামযীদ বলুন তো?

সে ভাই বলতে পারেনি।

তার চাকরি হয়েছিল কি না আমি জানি না।

এই ভাইয়ের মত মাশা-আল্লাহ আমরা যারা সুন্নত পালনের দাঁড়ি রাখছি বা চিন্তা করছি বা মুসলিম সন্তান হিসেবে আমাদের কি উচিত নয় ইসলামের এই মৌলিক বিষয় গুলি যেনে রাখা ও মুখস্থ রাখা।

আমারও অবশ্য মুখস্থ থাকেনা,ভুলে যাই এ জন্য মাঝে মাঝে এগুলি দেখে দেখে পড়ি। সকলের উচিত পড়া।

..........কালিমা সমূহ............

১. কালিমায়ে তাইয়্যেবা :লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ’

অর্থ : আল্লাহ ছাড়া কোন মা’বুদ নাই, মুহাম্মাদ (স.) আল্লাহর রাসুল।

২. কালিমায়ে শাহাদাত :আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়ারাসুলূহু।

অর্থ : আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোন ইলাহনেই, তার কোন অংশীদার নেই।আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ (স.) আল্লাহর প্রেরিত রাসুল।

৩. কালিমায়ে তাওহীদ :লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদাল লা ছানিয়ালাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইমামুল মুত্তাক্বীনা রাসুলু রাব্বিল আলামীন।

অর্থ : তুমি (আল্লাহ) ছাড়া অন্য কোন উপাস্য নেই। তুমি এক, তোমার দ্বিতীয় কেহ নেই।আল্লাহর রাসুল (সা.) আল্লাহভীরুদের নেতা ও বিশ্বপ্রতিপালকের রাসূল।

৪. কালিমায়ে তামযীদ :লা ইলাহা ইল্লা আনতা নূ-রাই ইহায়দিয়াল্লাহু লিনূরিহী মাই-ইয়াশাউ মুহাম্মাদুর রাসুলুল্লাহি ইমামুল মুরসালীনা ওয়া খাতামান নাবিয়্যীন।”

অর্থ : তুমি (আল্লাহ) ছাড়া অন্য কোন উপাস্য নেই। তুমি জ্যোতির্ময়, যাকে ইচ্ছা হয় তাকেই তোমার নূরদ্বারা পথ প্রদর্শণ কর। মুহাম্মাদ (সা.) আল্লাহর রাসুল, রাসুলগণের নেতা এবং নবীদের মধ্যে সর্বশেষ নবী।

৫. ঈমানে মুজমাল :“আ-মানতু বিল্লাহি কামা হুয়া বিআসমায়িহি ওয়া সিফা জামিয়া’ আহকা-মিহি ওয়া আরকানিহী’।

অর্থ : আমি আল্লাহ তায়ালার প্রতি তাঁর সমুদয় নামের সহিত ও তাঁহার যাবতীয়

গুণাবলীর সহিত ঈমান আনলাম। আর তাঁর যাবতীয় আদেশ ও বিধি-বিধান মেনে নিলাম।

৬. ঈমান মুফাছছাল :“আ-মানতু বিল্লাহি ওয়ামালা-ইকাতিহী ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াওমিল আ-খিরি ওয়াল ক্বাদরিখায়রিহী ওয়া শাররিহী মিনাল্লা-হি তায়ালা ওয়াল বা’ছি বা’দাল মাওত।”

অর্থ : আমি বিশ্বাস করলাম আল্লাহর উপর, তাঁর ফিরিশতাগণের উপর, তাঁর

আসমানী কিতাব সমূহের উপর, তাঁর রাসুলগণের উপর, পরকালের উপর এবং তাকদীরের ভাল-মন্দের উপর, যা আল্লাহ পাকের নিকট হতে হয়ে থাকেএবং মৃত্যুর পর পূনরায় জীবিত হওয়ার উপর।

বিষয়: বিবিধ

৬২৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File