মনে পড়ে কি? গ্রামের কথা?

লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ০৮ সেপ্টেম্বর, ২০১৩, ০২:৪২:১৭ দুপুর

মনে পড়ে কি? গ্রামের কথা?

মনে পড়ে কি?

মনে পড়ে শৈশবের

ছায়া ঘেরা গ্রামের

সবুজ শ্যামলে শোভিত প্রকৃতির কথা।

পাখির কলকল ধ্বনিতে মুখরিত

আকাশ বাতাস পরিবেশের কথা।

মনে পড়ে, মনে পড়ে কি?

স্বচ্ছ নির্মল বায়ু ,মেঠো পথ ঘাঁট

সেধ গন্ধে

প্রকৃতির নিবিড় সানিন্ধ্য।

মনে পড়ে, মনে পড়ে কি?

শীতের সকালে ধোঁয়াটে

কুয়াশার কথা।

সকালের মিষ্টি রোদে

মুড়ি আর খেজুর রসের নাস্তা।

মনে পড়ে, মনে পড়ে কি?

শৈশবের হৈ হুল্লা

হাডুডু ও কানা মাছি খেলা।

মনে পড়ে, মনে পড়ে কি?

বর্ষায় টিনের চালে

বৃষ্টির ঝুম ঝুম শব্দের সুরভিত ধ্বনি।

চারপাশে জলে থৈ থৈ, চক চকে

মাঠ ঘাঁট বিলের কাহীনি।

মনে পড়ে, মনে পড়ে কি?

শরতে আকাশে

মেঘ রদ্দুর লুকচুরি খেলা।

মনে পড়ে, মনে পড়ে কি?

হলুদ ফুলে শোভিত সরিষার খেতে

কিংবা ধান গমের সবুজ ঢেওয়ে

একলা দাঁড়িয়ে থাকা

কাক তাড়ুয়ার কল্প কথা।

মনে পড়ে, বার বার মনে পড়ে

হারিয়ে যাওয়া গ্রামের

ঐ জীবনের কথা।

মানছি আবার, বলছি তোমাদের

মনে রেখও, মনে রেখও

তোমাদের ভুমির কথা

সেধ গন্ধে ভরা মাটির কথা।

বিষয়: বিবিধ

১৯১৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File