জাতির বিবেক
লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ০৪ সেপ্টেম্বর, ২০১৩, ১০:০৪:০৮ রাত
জাতির বিবেক
জাতির বিবেক আজ পড়েছে ধরা
এখন আর কি করা !
ফৌজদারি কার্জধারায়
জাতির বিবেক আজ পড়েছে ধরা।
কি দোষে জানেনা সে
কি কারণে বুজেনি সে।
জাতির বিবেক আজ পড়েছে ধরা
চুয়ান্ন ধারার বিশেষ ধারায়।
রিমান্ড আবেদন করেছেন মঞ্জুর
হাকিম হুজুর শোনামাত্র অভিযোগ ,
জাতির বিবেক আছে এখন রিমান্ডে
রাষ্ট্র যন্ত্রের বিশেষ হাতে ।
যা ইচ্ছে তা স্বীকার করিয়ে
আচ্ছা মত রং মিশিয়ে
সরকারি দল দিচ্ছে পাঠিয়ে
জেল খানার ঐ অন্ধকারে।
সরকারী দল বদলে গেলে
রাষ্ট্র ক্ষমতার পালাবদলে
সব সরকারেরই এক আদলে
জাতির বিবেককে রিমান্ডে তোলে
চুয়ান্ন ধারায় জেল হাজতে
পাঠায় আবার নির্বাসনে।
২০-৬-১৩,রাত-১.২৪
বিষয়: বিবিধ
১৭৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন