কোন তারাটি গো তুমি?

লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ০৪ সেপ্টেম্বর, ২০১৩, ১২:০৬:০৯ রাত

কোন তারাটি গো তুমি?

রাতের আকাশে লক্ষ তারার মাঝে

কোন তারাটি গো তুমি?

একলা আধারে জানালায় দাঁড়িয়ে

খুঁজি তোমায় আসমানে।

এত দিন হয়েছে,

এতে করে কেমনে যেন

উজ্জ্বল তোমার মুখ খানি

কেমন অন্ধকারের মতই

ঝাপসা হয়েছে

মনের স্মৃতি কোঠায়।

কতদিন দেখিনি তোমায় সামনা সামনি

বা

তোলা এক সাথে ফটো গুলি?

মানিব্যগে স্বচ্ছ পলি ব্যাগের ওপারে

তোমার পাসপোট ফটো টা

আর দেখি না একটু পর পর।

দেখলেই যে অশ্রুর ধারা

কেমন ঝাপসা ঝাপসা

আধারে দেখা তোমার মুখ খানি,

আর হৃদয়ের অতলে চিন চিনে

ব্যাথার কাতরানি।

ঝাপসা চোখে আবছা ছবি গুলি

এখন

একমাত্র অবলম্বন আমার

তোমাকে কাছে পাবার

তোমাকে একান্ত ভালবাসার।

[মানুষ মরে কি তারা হয়?

হলে আজ

কোন তারাটি গো তুমি? ]

১.৪৪pm ২-৯-১৩

https://www.facebook.com/golammaula.akas/posts/574081162659813

বিষয়: সাহিত্য

১২১৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File