“রক্ত ক্ষরণ”
লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ২৭ আগস্ট, ২০১৩, ১১:০০:৩৬ সকাল
“রক্ত ক্ষরণ”
যে যাবার গেছে
হাহাকার করে
কি লাভ হবে।
শূন্য হৃদয়ে
রক্ত ক্ষরণ
বন্ধ কি হবে?
হাহাকার করে
কি লাভ হবে,
ভালবাসা কি
ফেরত পাবে?
যে যাবার
সে তো চলে গেছে।
দুটি পথ আজ
বিপরীত দিকে
চলেছে সরল রেখার
দু দিকে।
হাহাকার করে
কি লাভ হবে,
শূন্য হৃদয়
কি পুন্য হবে?
না ভাল লাগা
আর ভালবাসা
ফেরত পাবে?
যে যাবার
সে তো চলে গেছে
হাহাকার করে
কি লাভ হবে।
স্মৃতির পাতার
লিখার খাতার
স্মৃতিগুলি কি
মুছে যাবে?
না এক সাথে
চলা সময়গুলি
আবার ফিরে পাবে?
যে যাবার
সে তো চলে গেছে।
তাই বেশ,
সবকিছু আবার
নতুন করে
নতুন হবে।
নতুন ভাবে
নতুন প্রানে
ভেঙ্গে চুরে আবার
প্রথম থেকে
শুরু হবে।
যে যাবার
সে তো চলেই গেছে
হাহাকার করে
কি লাভ আর হবে।
বিষয়: বিবিধ
১০৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন