অবৈধ উপার্জন
লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ২৫ আগস্ট, ২০১৩, ০৩:০৩:৪৬ দুপুর
আচ্ছা যারা অবৈধ উপার্জন করে তারা কি শুধু নিজেদের জন্য এই কাজ টি করে?
অবৈধ বলতে সুদ, ঘুষ, দুর্নীতি .................................... ইত্যাদি অনেক রকম পন্থা বা পথ কে বলতেছি। এই অবৈধ উপার্জন কারি নিজের জন্যই কি টাকার পাহাড় গড়ে? না তার ছেলে, মেয়ে, স্ত্রী, মা, বাবা,ভাই, বোন... ........................ প্রিয় জনদের জন্যই না কি?
এমন কাওকে কি দেখাতে পারবেন, যে পরিবারের একজন এমন অকামে লিপ্ত সেই পরিবারের একজন মানুষ ঐ ব্যক্তির অবৈধ উপার্জনের প্রতিবাদ করছে।
>> কোন স্ত্রী কি তার স্বামীকে বলছে যদি তুমি ঘুষ নেও তোমার সংসার আমি করব না। বা বলে এগুলি ছাড় তা না হলে এই চললাম বাপের বাড়ী।
>> কোন সন্তান তার বাবা বা মা কে কি বলে ... তোমরা অবৈধ উপার্জন বন্ধ না করলে আমি বাড়ী ছেড়ে চলে জাব। ঐ সম্পদ তো পাঁঠা তোমার জন্য তোমার বাবা –মা সঞ্চিত করছে।
>> কোন বাবা- মা কি তার ছেলে কে বলে বাবা এই রকম অবৈধ উপার্জন বন্ধ কর। আল্লাহ কে ভয় কর। তা না হলে আমরা তোমার দেওয়া কোন খাদ্য গ্রহণ করব না।
>> কোন ভাই তার ভাইকে বা বোনকে বা কোন বোন তার বোনকে বা ভাইকে কি বলে ভাই বা বোন তোমাদের অবৈধ উপার্জন আমি জীবনেও ছুঁয়ে দেখ বনা।
>> কোন আত্মীয় কি তার অবৈধ উপার্জন কারি আত্মীয়কে কি বলে, তুমি বা তোমরা যদি এই অকাম বাদ না দাও তোমার সাথে আজ হতে আমার সব সম্পর্ক শেষ।
>> বা কখনো কি দেখেছেন কাওকে তার উত্তরাধিকার সূত্রে পাওয়া অবৈধ সম্পদ ত্যাগ করতে ?
তা হলে প্রকৃত অপরাধী তো আমরা, যারা আমাদের প্রিয় জনদের অবৈধ উপার্জন বন্ধে আমাদের শক্তি থাকার পরেও তার যথাযথ প্রয়োগ করিনা। আমরা আমাদের শক্তি গুলি প্রকাশ করি এবং তার যথাযথ প্রয়োগ করি দেখবেন অবৈধ উপার্জন কারি আমাদের প্রিয় জনরা ভাল হতে বাধ্য।
মরাল: আসুন প্রথম পরিবার হতে শুরু করি, অবৈধ উপার্জন কারি আমাদের প্রিয় জন কে না বলি। তার পর না হয় রাষ্ট্রীয় ভাবে না বলার মত যোগ্যতা অর্জন করবো আমরা। https://www.facebook.com/golammaula.akas/posts/555290794538850
গোলাম মাওলা, সাপাহার, নওগাঁ
দুর্নীতি নিয়ে আর একটি লিখা
https://www.facebook.com/golammaula.akas/posts/570026176398645
বিষয়: বিবিধ
১৫২১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন