দুর্নীতিকে এখন না বলি
লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ২৫ আগস্ট, ২০১৩, ১২:৫৫:১১ দুপুর
দুর্নীতিকে এখন না বলি
আসুন পুরানো একটা স্লোগান নতুন করে আবার দেয়, দুর্নীতিকে এখন না বলি।
হা এ বিষয়ে লিখছি, তবে একটু ভিন্ন ভাবে। আমরা কম বেশি সকলে দুর্নীতি গ্রস্ত এবং সেই ছোট কাল হতে এ বিষয়ে রীতি মত ট্রেনিং প্রাপ্ত। কি চমকে উঠলেন, চমকে উঠার কারণই। এই ছোট ছোট দুর্নীতি গুলি তে অভ্যস্ত হতে হতে আমরা এগুলি কে আর দুর্নীতি বলতে নারাজ। এই ছোট ছোট দুর্নীতি গুলি করে করে আমাদের মনে এমন একটা কাল দাগ পড়ে গেছে যে ... কর্ম জীবনে তাই আমরা অনায়াসে দুর্নীতিতে নিমজ্জিত হয়, কারণ আমাদের সেই ছোট কাল হতে করে আসা কাজ। যা আমরা দুর্নীতি বলে শিকার করি না । কি আমার কথা বিশ্বাস হয় না। পড়ুন এবং নিচে বুকে হাত দিয়ে বলুন, ঠিক কি না।
#ঘটনা এক: ছোট বেলা বাজার করতে দিছে মা। হাতে লিস্ট আর টাকা। কি মার সঙ্গে চিট করেনি। দামে হের ফের করে টাকা মারেন নি।
*মরাল: মা, বাবার টাকা মেরেছি, এতে দুর্নীতি কি ? ভাল করে ভাবুনতো ? আবার লিখার প্রথমে একবার পড়ুন।
#ঘটনা দুই: স্কুলে স্কুল ফী, বেতন ইত্যাদি তে বেশি টাকা নেওয়া। এর পর বিনা বেতনে পড়ার আবেদন প্রদান। প্রধান শিক্ষক এর তা গ্রহণ এবং বিনাবেতনে অধ্যয়ন। কিন্তু আম্মার কাছে ফুল বেতন গ্রহণ।
*মরাল: খুব অল্প টাকা, এটা এমন কি? আবার প্রথম টুকু পড়ুন।
#ঘটনা তিন: স্কুল কলেজে যাবার পুরা ভাড়া আদাই। কিন্তু বাস ওলা কে ছাত্র অজুহাতে হাফ ভাড়া প্রদান ও ভাড়া না দেওয়া।(আমাদের ঢাকা কলেজের পোলাপান রা এ কাজে ওস্তাদ। কারণ আমি নিজে দেখেছি )
*মরাল: ছাত্র তো তাই হাফ ভাড়া। কই লিখা আছে। আবার প্রথম টুকু পড়ুন।
#ঘটনা চার: পরীক্ষার ফর্ম পূরণ বা পরীক্ষা ফি ( ইউনিভারসিটি লেভেলে বেশি হয়) বাবদ ৩-৪ হাজার টাকা বেশি বলা ( আমি নিজেও বলি) এবং টা পাওয়া।
*মরাল: মা, বাবার টাকা মেরেছি, এতে দুর্নীতি কি ? ভাল করে ভাবুনতো ? আবার লিখার প্রথমে একবার পড়ুন।
# ঘটনা ঃ এবার আপনারা বলবেন ?
শেষ কথা ঃ এই সব ঘটনা কে আমরা মনে করি এ সকল দুর্নীতি নয়। কিন্তু এগুলি হতে আস্তে আস্তে আমাদের মনে দুর্নীতির প্রতি একটা অবহেলা আসে এবং বিভিন্ন ক্ষেত্রে অনায়াসে আমরা দুর্নীতি তে আবদ্ধ হয়। একটু ভেবে দেখুন এবং দুর্নীতি মুক্ত হয়।
https://www.facebook.com/golammaula.akas/posts/570026176398645
এরকম আর একটি লিখাঃ
https://www.facebook.com/golammaula.akas/posts/555290794538850
বিষয়: বিবিধ
১১৮১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন