জামাত ও আমার কিছু মতামাত

লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ২১ আগস্ট, ২০১৩, ১১:৪০:২৮ সকাল

জামাত ও আমার কিছু মতামাত

জামাত ইসলাম সম্পর্কে আমার কিছু লিখা বিভিন্ন সময় বিভিন্ন পরিপেক্ষিতে লিখা। আজ এক করে দিলাম আপনাদের পড়ার জন্য। জামাতিরা উত্তর দিলে বাধিত থাকব ।

১। # জামাত দু দুবার ক্ষমতাই এসেছে কিন্তু কই একবার ও তো শুনলাম না তারা ইসলামি আইন চালুর জন্য চেষ্টা করেছে। আইন পাশ না হক চেষ্টা তো করতে পারতো। একবারও কেও শুনছে বাংলাদেশে তারা এমন একটা প্রচেষ্টা নিয়েছে ,নেই নি? আর বলে তারা ইসলামি দল। জামাত শিবির ভাইরা... কি কিছু বলবেন? আপনাদের শুধু ক্ষমতার লোভ অন্ন কিছু না। ইসলাম আপনাদের হাতিয়ার...ক্ষমতা যাবার।ইসলাম শুধু বাইরে ভিতরে লোভ...ক্ষমতার।আপনারা কোন ইসলামি দল না। মউদুদি বই আপনাদের পথ নির্দেশক...যা হবার কথা কোরান ও হাদিস। এই আপনাদের আসল রূপ। আপনাদের নেতারা ৭১ এর খুনি। কি আর বলব ...বলার কিছু নাই। আসুন ইসলামের সঠিক পথে, এখনো সময় আছে।

২। ইসলামে নারী নেতৃত্বর হারাম। আমরা তা সকলে জানি।অথচ জামাত শিবির দুই বার BNP এবং একবার আওয়ামীলীগ এর সঙ্গে জোট গঠন করেছে।বর্তমানে আঠারো দলে আছে,আঠারো দলের নেতা কে? বেগম খালেদা জিয়া। তাহলে জামাতের নেতা কে? তেমনি আওয়ামীলীগ এর সঙ্গে জোট এর সময় তাদের নেত্রী কে? তাহলে জামাত শিবির ভাই কি বলবেন ?

মদ পান, সুদ,ঘুষ ইসলামে হারাম। হারাম কে হালাল মনে করে তা পালন বা তার সঙ্গ দান করা কি?

উত্তর আপনারাই দিন।

আর এই দুই নেত্রীর সঙ্গে গো আজম ও বর্তমান নিজামি ও সাইদি সাহেব এর লটর পটর এর ছবি যে কোন যায়গায় পাবেন।এ গুলি একটু দেখবেন কি?

৩। আচ্ছা জামাত যারা করে তারা কি একটু ভেবে দেখেননা তাদের নেতা গুলি ৭১ এ যে সব অপরাধ করেছে তা কি ক্ষমা যোগ্য ? এদের নেতা দের আইন জীবীরা কি একটু ভেবে দেখেননা ... এটি যদি তাদের মেয়ে,মা,বোন, চাচি ,খালা,ফুপু(ধর্ষণ) বাবা,ভাই,ছেলে,মামা,দাদা,চাচা(হত্যা) দের সঙ্গে হত তারা কি করত?

জামাতের আইন জীবীদের পরিবারের কাওকে ধর্ষণ করে তাকেই আইনজীবী হিসেবে ভাড়া করতে হবে।১০০% তারা রাজি হবে।তা না হলে তারা এখন কেমন করে জামাত নেতাদের আইন জীবী হিসেবে কাজ করছে। তারা তখন বুজবে ৭১ এর সে সব বাঙালি রমণীর জালা।আচ্ছা জামাতিদের মহিলারা তো ৭১ এর মহিলাদের ব্যথা বোঝার কথা ?

কই একবারও কোন জামাতিদের বউ মেয়েরা তাদের বিরুদ্ধে কোন কথা বলেছে ? আজীব এদের অবস্থা এদের অবস্থান.....................।

৪। আলকাইদা ও জামাতের মধ্যে মিল কি?

# এরা দুই মনে করে এরা ইসলামের ধারক ও বাহক।

#এরা দুই ইসলামের দল হিসেবে প্রচার করে।

#দুই ইসলাম কে সামনে রেখে তাদের স্বার্থ হাসিল করে।

#এরা দুই মানুষ খুন করে ইসলামের নাম ব্যবহার করে।

#দুই এর প্রচুর মানি পাওয়ার ।

#দুই এর প্রচুর অন্ধ ভক্ত ।

#দুই দলই মানুষ কে দলে ভিড়াই মগজ ধোলাই করে ইসলামের জিহাদের বা আইন এর অপবেখ্যা করে।

আরও অনেক আছে...। আপনারা খুঁজলেই পাবেন।

এখন আপনারায় বিচার করুন।

তবে হাছিনা সরকার যে ভাবে শিবিরদের মারছে। এর বিরুধিতা আমি করছি। আমি দেশের এক জন নাগরিকে বিনা বিচারে মারার বিরুধি।

এমনি ভাবে জামাত শিবিরের সন্ত্রাসী আচরণ এবং তাদের দ্বারা সংঘটিত হত্যা এবং রগ কাটারও তীব্র প্রতিবাদ করছি।

বিষয়: বিবিধ

২১৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File