অ্যাড
লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ১৮ আগস্ট, ২০১৩, ১০:৫৬:৪৩ সকাল
অ্যাড
প্রায় বাসে করে বিভিন্ন যায়গায় যেতে হয়। বিশেষ করে মতিঝিল, নিউমার্কেট বা ফার্মগেট এলাকায় যেতে আমি বাসে করে যায়। আর বসি জানালার পাশের সিটে, যেন একটু বাতাস পাওয়া যায়। আর বাইরে দেখতে দেখতে যাওয়া যায়। বাসে চলতে চলতে কত কিছু দেখি। দেখার যেন শেষ নাই এই ঢাকা শহরে। বাসে করে যেতে যেতে একটি বিষয় খুব চোখে পড়ে এবং পড়তেও বেশ। নিত্য নতুন সব লিখা আইডিয়া, মন্তব্য, প্রশ্ন, কথা, চাওয়া, পাওয়া, হাঁসি , কান্না, কি যে নেই এই সব অ্যাড। বেশ মজা লাগে আমার পড়তে এই সব পোস্টার, ফেস্টুন, দেওয়ালে লিখা বা ব্যেনারে দেওয়া অ্যাড। নিচে দিলাম কতগুলি , একটু পড়ে সাবধান যেমন হতে হবে তেমনি অন্যকে সাবধান হবার পরামর্শও দিতে হবে।
১। জিবন পানি , পানিই জিবন--- জিবন( পানির অ্যাড)
২। ব্যাবহারিক শিক্ষার অগ্রদূত – উৎসুক এডুকেয়ার( শিক্ষার অ্যাড, মহা চাপা বাজ, শিক্ষা ব্যবসায়ী)
৩। পাইলস, টিউমার ও যৌন রোগের ১০০% চিকিৎসা--- রিকেভি হোমিয়( চিকিৎসার অ্যাড, এরা সব রোগের চিকুতসা দেয়রে ভাই ১০০% ওয়ারেন্টি দিয়ে হাহা অ্যাড )
৪। চর্ম, যৌন ও মেসতা চিকিৎসা---- মান্ডা হোমিয় হল( চিকিৎসার অ্যাড, কিতা কব ভাষা নাই মুখে অ্যাড)
৫। চুটিয়ে বাঁচুন— স্পিড( এলকোহল বা মদ এর অ্যাড)
৬। চুল পড়া কমে, ১০ গুন উজ্জ্বল--- সান সিল্ক ( বিশ্বায়নের অ্যাড)
৭। কে বলেছে দুধ খায়না--- মনে নাই, তবে বিস্কিটের মনে হয়( বিস্কিটে দুধ, ফাজলামি ছাড়া আর কি, গভীর দুধ আজ বিস্কুট, চকলেটে হাহা অ্যাড)
৮। একটু বেশিয় পিওর-- ফ্রুটিকা ( আমের রস বলে পানি ,ফ্লেভার ও রং এর অ্যাড)
৯।চা বাগানে ৩ দিন--- ইস্পাহানী ( বাংলাদেশের সব ভাল চা যায় গা বিদেশে র অ্যাড)
১০। আমাদের সিমেন্ট—প্রিমিয়াম সিমেন্ট ( সকলেরই দাবি I AM the BEST, কোনটি যে ভাল, তবে সিমেন্ট শিল্পের উন্নতি বেশ অ্যাড)
১১। পানির জন্য ভালবাসা--- SPA ( খুব ভাল, সচেতন আমাদের হতেই হবে, পরিষ্কার পানি পান করতে হবে অ্যাড)
১২। A+ দের ভর্তি ও বেতন ফ্রি--- ওয়েস্টার্ন কলেজ ( শিক্ষা এখন রাজনীতির মত ভাল ব্যবসা অ্যাড)
১৩। কোরিয়ান ভাষা শিখুন--- গ্লোবাল ( বিদেশ গমন ইচ্ছুক ভাইরা সাবধান প্রতারক দালাল এর হাত হতে অ্যাড)
১৪। সর্বজনীন কল্যাণে, বিশ্ব মানের বাংলাদেশ গড়তে---- ইসলামি ব্যাংক ( আমরা ছাগুর অ্যাড)
১৫। বৃস্তিত পথ ধরে--- গ্রামীণ ফোন ( আমরা চোর ও বাতাস বিক্রি করে টাকা নিই অ্যাড)
১৬। খরচ কম ইঞ্জিনের দম--- BP
১৭। সত্য আমাদের শক্তি--- সকালের খবর( বাহ বাহ ভাল তো ভাল না অ্যাড)
১৮। চশমা দিয়ে দেখ সুন্দর পৃথিবী--- আই সেন্টার ( চোখ সম্পর্কে আমাদের সচেতনতা খুব খুব প্রয়োজন অ্যাড)
১৯। নান্দনিকতা ও বিশ্বস্তার প্রতীক—নন্দন জুয়েলাস( আমরা সোনায় খাদ দিতে ভাল পারি, আমাদের বিশ্বাস করবেন না অ্যাড)
২০। অন্তরে অন্তরে --- মজো ( সকল সফট ড্রিংক শরীরের জন্য খারাপ অ্যাড)
২১। বিশ্ব জুড়ে বাংলা--- প্রথম আলো ( আমি মতির অসত্য কণ্ঠ)
২২। উপহার চাইলেই---- মিঃ লুডুস ( চিনা খাদ্য আজ আমাদের প্রিয় অ্যাড)
২৩। বিস্ময়কর সাফল্য--- প্রাইমেট, ১ম, ২য়, ৫ম, ৭ম( প্রত্যেক কোচিং দাবি করে এই, আসলে ঐ ছাত্র/ ছাত্রী কোন কোচিং এ কোচিং করেছিল। মানেই পুরই ভুয়া দাবি)
২৪। টাকা পাঠানো বা পাওয়ার সহজ উপায় মোবাইলে মহুরতেই--- bKash ( দেশের ডাকঘরের মাধ্যমে টাকা পাঠালে দেশ ট্যাক্স বা ফি পাবে, খবরদার দেশের উপকার কর না অ্যাড)
২৫। মোবাইল খরচ ঘেচাং করুন সবখানে--- রবি ( বাঙ্গালির পকেট ভালয় মারতে পারি)
২৬। যাদুকরী টক ঝাল মিষ্টি স্বাদে হারিয়ে যাও অন্য জগতে--- প্রাণ ( প্রান ঘাতী
প্রাণ কোম্পানি, জুস বলে খাওয়ায় পানি, রং ও ফ্লেভার)
তো আর মনে পড়ছে না। এবার আপনারাই দেখুন কে কেমন করে আমাদের নিয়ে অ্যাড দিয়ে ঠকাচ্ছে। কি বলছে আর কি দিচ্ছে। কি বলে কি খাওয়াচ্ছে।
তাই মনে করি আমাদের একটু সচেতন হবার যেমন প্রয়োজন, তেমনি অন্যকেও সচেতন করতে হবে।
https://www.facebook.com/golammaula.akas/posts/553853771349219
বিষয়: বিবিধ
১৩৫১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন