“ভাসমান মাছ চাষ বা খাঁচায় মাছ চাষ”
লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ১৭ আগস্ট, ২০১৩, ১০:৩০:২২ রাত
“ভাসমান মাছ চাষ বা খাঁচায় মাছ চাষ”
মাছ চাষ, হা মাছ চাষ কিন্তু একটু ভিন্ন পদ্ধতিতে। পদ্ধতির নামটা বললেই চিনবেন আপনারা। ভাসমান মাছ চাষ বা খাঁচায় মাছ চাষ, কি শুনেছেন বা দেখেছেন না?
সাধারণত এই পদ্ধতিতে নদীতে বা বিলে মাছ চাষ করা হয়। যেসব অঞ্চলে বেশি নদী ও বিল সে সব এলাকার গরীব প্রান্তিক জেলেরা, যাদের নিজস্ব বা ভাড়া পুকুর নেবার ক্ষমতা নেই তারা এই পদ্ধতিতে মাছ চাষ করে। এটি একটি আধুনিক সহজ
ও সাশ্রয়ী মাছ চাষ পদ্ধতি। এই পদ্ধতিতে ৩ ধরনের মাছ চাষ করা যায় বা ভাল হয়।
ক) রুই
খ) চিংড়ি
গ) তেলাপিয়া
## যা যা প্রয়োজন: এই জন্য আপনার প্রয়োজন হবে যে সব উপকরণ।
ক) জাল
খ) বাঁশ
গ) জিআই পাইপ
ঘ) প্লাস্টিকের ড্রাম অথবা শোলা
এই উপকরণ গুলি দিয়ে আপনার প্রয়োজন মত মৎস্য চাষের জন্য খাঁচা বানিয়ে নিন।
## তবে এ মৎস্য চাষের সাথে যারা জড়িত তাদের কাছ হতে জানতে পারা যায় এই খাঁচা গুলির একটি বিঙ্গান সম্মত মাপ আছে। একটি আদর্শ খাঁচার পরিমাপ হবে:
>>> দৈর্ঘ্য ২০ ফুট এবং প্রস্থ হবে ১০ ফুট।
## ব্যয়: এক একটি খাঁচা তৈরি করতে স্থান ভেদে উপকরণের দামের উপর নির্ভর করে মোটামুটি ১০-১৭ হাজার টাকা।
## চাষ: এই একটি খাঁচায় ১১শ মাছ চাষ করতে পাবেন যে কেও। আর খাবার হিসেবে মৎস্য খাদ্য কিনে বা বাড়িতে তৈরি করে দিতে পারেন। এই ভাসমান পদ্ধতিতে মাছ চাষের সময় লাগে মাত্র ৬ মাস।
মোটামুটি এই খাঁচায় মাছ চাষ পদ্ধতি।
বিঃদ্রঃ অনেক দিন পর আমার যুব উন্নয়নে ১ মাসের মৎস্য ট্রেনিং টা কাজে লাগালাম। কারও আরও তথ্য লাগলে আওয়াজ দিয়েন।
http://www.facebook.com/golammaula.akas?ref=tn_tnmn
বিষয়: বিবিধ
১৯৩১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন