ছেঁড়া ডাইরির পাতা হতে.........১

লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ১৪ আগস্ট, ২০১৩, ১১:০৭:৩১ রাত

ছেঁড়া ডাইরির পাতা হতে.........১

শহরের এক লোক তার গ্রামের অবস্থান রত স্ত্রীর নিকট পত্র লিখেছে.........

প্রিয় বউ

কেমন আছ বাড়া, ছেলের দিকে খেয়াল রাখিও বাড়া। ছেলেকে স্কুলে নিয়ে যেও বাড়া। নিজের ও মায়ের প্রতি খেয়াল রাখিও বাড়া। ঠিক মত খাওয়া দাওয়া করিও বাড়া। আমার জন্য চিন্তা করিও না বাড়া।

ইতি

তোমার বর বাড়া

বি: দ্রঃ যত বাড়া লিখেছি বাড়া সব বাড়া কাটা বাড়া।

আমাদের মাঝে অনেকে আছে, যারা এমন কতগুলি ভাষা প্রতিনিয়ত ব্যবহার করি যেগুলি বলতে বলতে এমন অভ্যাসে পরিণত হয়েছে যে, এমন পরিস্থিতিতে এই কথা আমরা বলে ফেলি। তখন লজ্জার শেষ থাকে না। যেমন শালা, বাড়া, বাল.............................................।। https://www.facebook.com/golammaula.akas/posts/564985966902666

বিষয়: বিবিধ

১৩০০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File