পুলিশ ছুলে ছত্রিশ ঘা, হাড়ে হাড়ে টের পাচ্ছি!
লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ২৭ জুলাই, ২০১৩, ১২:৫০:০৫ রাত
পুলিশ ছুলে ছত্রিশ ঘা, হাড়ে হাড়ে টের পাচ্ছি! ( আগের রাতে লিখেছিলাম )
আমি থাকি সবুজ বাগ থানার পরের বাসায়। থানায় প্রায় আসামিদের রিমান্ড নেওয়া হয়। আর তা নেওয়া হয় দুপুরে অথবা রাত ১২ টা হতে ৩ টার মধ্যে। প্রায় এমন অমানুষিক চিৎকার শুনে ঘুম ভেঙ্গে যায়। তার পর বিছানা হতে উঠে জানালায় কান পেতে শুনি সেই চিৎকার।
ও মা গো ...........................। ও ছার আর মারেন না। ..................।।
কি বলবি........................।। ও মাগো ........................।। কান্নার বিভিন্ন শব্দ। একেক জনের একেক চিৎকার। আর মারের শব্দ। তার পর অনেক পরে সব শান্ত। আমি যায় দুঃস্বপ্ন নিয়ে ঘুমাতে।
আশে পাশে বা আমার ওপরের তলার বাচ্চা বা মহিলারা সেই চিৎকার শুনে কি করেন ?
আজ এখন১২.২৪pm 26-7-13 চলছে একজন আসামির চিৎকার.....................। ও মা ......। আমি করি নি........................।। বল হারাম ..............................।। মার এবং চিৎকার..............................। ও কান্না। মারের শব্দ সহ ওহ অমানুষিক চিৎকার...............। ওহ ............।।
আমার কিছু প্রশ্ন
১। রিমান্ড নিয়ে এমন নির্যাতন কি আইন অনুসারে বৈধ?
২। এমন আবাসিক এলাকায় থানা করে তাদের সেলে আসামির রিমান্ড মঞ্জুর কি বৈধ?
৩। রিমান্ড মানে কি শুধু মার?
৪। রিমান্ড এ নিয়ে অন্য ভাবে কি স্বীকারোক্তি আদায় সম্ভব নয় কি?
প্রশ্ন গুলি কাকে করব , কে দিবে উত্তর? এ ভাবেই কি পুলিশরা নিরীহ মানুষের উপর চালাবে রিমান্ড নামের স্টিম রোলার?
টাকা হলে, বা ঘুষ দিলে ঐ আসামিরা কি বেঁচে যেত?
বড় বড় অপরাধ করে টাকা ওয়ালাদের তো কখন শুনিনি তাদের এমন ভাবে রিমান্ড নামে নির্যাতন করা হয়।
১২.৪০pm এই এখন শান্ত। মনে হয় মারের ঠেলায় আসামি স্বীকারোক্তি মূলক জবান দিছে?
এই ভেবে ভাল লাগছে যে সামনে মাসটায় এই বাসায় লাস্ট। তার পর থানার কাছ হতে দূরে পুলিশ হতে দূরে যাচ্ছি নতুন বাসায়। এতেই আমি খুশি। শুনতে হবে না এর কোন অমানুষিক চিৎকার।
আল্লাহ আমাদের নির্যাতিত ভাইদের সাহায্য কর। আমিন ওহ আবার শুরু অমানুষিক চিৎকার...................................................। আজ আর ঘুম হবে বলে মনে হয় না......।। https://www.facebook.com/golammaula.akas/posts/554874654580464
বিষয়: বিবিধ
১৯০২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন