“এসপিওনাজ”

লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ২৩ জুলাই, ২০১৩, ০১:০৯:১৭ দুপুর

“এসপিওনাজ”

“এসপিওনাজ” এই শব্দটির সঙ্গে বাংলাদেশের মানুষের পরিচয় করিয়ে দেবার কৃতিত্ব বাংলাদেশের যে মানুষটির তিনি কাজী আনোয়ার হোসেন।তিনি তার মাসুদ রানা (MR--9) এর মাধ্যমে “এসপিওনাজ” গুপ্তচরবৃত্তির একটা বিশাল জগত আমাদের সামনে তুলে ধরেছেন। সেই ৬৬ সাল হতে আজ পর্যন্ত বাংলাদেশে “এসপিওনাজ” নিয়ে তার প্রকাশনা হতে ৪০০ অধিক বই লিখা হয়েছে। যা আজ পর্যন্ত পাঠক সমাজে সমাদৃত।

>>কি: বর্তমান বিশ্বে একটি দেশ তার সম্ভব্য শত্রু ও তার বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র জানতে ও বানচাল করতে গোপনে তথ্য সংগ্রহ করার জন্য বা প্রয়োজনে কাজ করায় হল “এসপিওনাজ”।

কোন দেশের নিরাপত্তা নিশ্চিত করতে বা তার POTENTIAL ENEMY /সম্ভব্য শত্রু নির্ধারণ করতে প্রত্যক্ষ বা খোলামেলা কূটনৈতিক সূত্র , প্রেস, রেডিও, টিভি, জার্নাল থেকে প্রাপ্ত তথ্যাদি ও এর বিশ্লেষণ করায় যথেষ্ট নয়। এ জন্য গোপনে বা পরোক্ষ ভাবে তথ্য সংগ্রহ করা একান্ত প্রয়োজন। তবে যে তথ্য জাতীয় নিরাপত্তার জন্য দরকার তা শত্রুভাবাপন্ন দেশ অবশ্যয় নিরাপদে ও গোপনে রাখে। এর সেই তথ্য সংগ্রহ করতে হয় খুব গোপনে ও ধরা না পড়ে সম্পূর্ণ জানিনা ভাণ করে। আর এই সম্ভব্য প্রক্রিয়া কে বলে “এসপিওনাজ” ।

বিষয়: বিবিধ

১১৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File